পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৪ শ্রীমস্তের মশান গীতাভিনয় । যেমতি পাষাণে শস্য হওয়| অসম্ভব। নিশিতে ভানু উদয় না হয় সম্ভব ? তেমতি রে তোর বাক্য না হয় বিশ্বাস। । দেখাও রমণী নৈলে কোৰ্ব্বে সৰ্ব্বনাশ ॥ কোটাল। মহারাজ ! হুজুর আউর হামৃ ক্যা দেখ লা বেগ আপদেখলে জিএ বুডিকে থাপড় সে আপকে রাম সিং গঙ্গারাম সিং পরানু ছোড়কে জমীনি পর ঘাস খাতাহ্যায়। রাজ। (দৃষ্টিপাত করিয়া) মিছেওতেনয়, সৰ্ব্বাঙ্গে কিল চাপড়ের দাগ, মেরেছেও সত্য তাইতে সে বুড়ি তো বড় শক্ত বুড়ি, দেখলে বুঝতে পারি, একি দেখিব দেখিব সে রমণী ধরে কত বল । দেখিব দেখিব তার কত বল প্রবল ? যদি হয় যক্ষ রক্ষ কিন্নর অপসরী। বধিব তাহারে আজি তীক্ষু অসি ধরি ? শালিবান রাজা আমি বিখ্যাত ভুবনে । মহামান্য গণ্য আমি জানে সৰ্ব্বজনে ? আমার কোপেতে এসে পড়েছে যখন | নাহিক নিস্তার তার নাশিব জীবন ? সহসা ক্রোধের শান্তি হইল আমার । অন্তরেতে শাস্তিরস করিল সঞ্চার ॥ শান্তিময় দেখি ধরা শান্তি সমূদয় । শান্তি নিকেতনে যেন লয়েছি আশ্রয় ? অন্তরে এভাব যদি হুইল উদয় । সুপ্রসন্ন ভাগ্য আজি জানিমু নিশ্চয় ?