পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। s? (t সে যাই হউক এখন কি আমি মশানে না শ্মশানে স্বর্গে না বৈকুণ্ঠপুরে কাশীধামে ন ত্রবৃন্দাবনে, অযোধ্যায় না কৈলাসে কোনস্থানে আছি কিছুই স্থির কত্তে পাচ্ছিনা মশানে হোলে মন কলুসিত হোতে, শ্মশান হোলে শ্মশান বাসী দেবাদি দেব মহাদেবকে দেখতে পেতাম, স্বর্গ হোলে ইন্দ্র প্রভৃতি দেবগণ উপস্থিত থাকতেন, বৈকুণ্ঠ পুরী হোলে বৈকুষ্ঠনাথ হরির সঙ্গে সাক্ষাৎ হেতো, পূণ্য ক্ষেত্র কাশীধাম হোলে ভূত ভাবন ভগবান ত্রিলোচন ও অন্ন পূর্ণ নয়ন পথের পথিক হোতেন, শ্ৰীবৃন্দাবন হোলে স্ত্রবৃন্দাবন বিহারী শ্ৰীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনি শুনতে পেতাম, নিধুবন নিকুঞ্জবন তালবন তমাল বন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবৰ্দ্ধন সকলই জাজ্বল্যমান থাকতো, অযোধ্যা হোলে দয়ার জলধি রাম গুণনিধি সীতা সহ রত্ব সিংহাসনে উপবিষ্ট থাকতেন কৈ সকলের তো কিছুই দেখছিনা, তবে কি কৈলাস পুরী,— কৈলাস পুীই বটে, আমরি মরি কৈলাসের কি অপূর্ব শোভা শোভার সীমা নাই, যেন শান্তি দেবীর আরাম স্থান, সকল স্থানই শান্তিতে পরিপূর্ণ, শান্তি সুধা সিঞ্চনে সিঞ্চিত দ্বেষ হিংসা বিবজ্জিত, কাম ক্রোধ প্রভৃতি ছয় রিপু তিরোহিত, ফলবান তরুসকল পল্লবিত কুসমিত ফলিত চিরবসন্ত বিরাজিত সকল প্রাণী বিমলানন্দে পুলকিত শোক তাপ জরা ভয় বঞ্চিত এমন নয়ন মনোরঞ্জন স্থান অতি দুল্লভ, আহা কি আশ্চৰ্য্য রূপ, বিলু বৃক্ষমূলে বিশ্বনাথ আশুতোষ বসে রয়েছেন, নদী ভৃঙ্গ দুই ভাই বিভুতি লয়ে সদানন্দের সর্বাঙ্গে লেপন কোচ্ছে, কাৰ্ত্তিক গণেশ দুই ভাই মহাকালের যুগল পদ সেন্ময় 苯 %