পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8b- শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । চক্ষের কি তেজোময়, প্রখর জ্যোতি, যেন শত সহস্ৰ বজের তেজ ধারণ কোরেছে, না আর রক্ষা নাই, যখন রক্ষাকালী আমার উপর বিরূপ তখন আর রক্ষা নাই, কি-আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, না বিভীষিকা দেখছিলাম, স্বপ্নই বটে বিভীষিকাই সত্য; হায় হায় আমার কি দুরদৃষ্ট, অনন্তরূপিণী দেখা দিয়ে অন্তহিত হোলেন, ঐ না মহিষ মর্দিনী শূন্যপথে মহিষে চড়ে বেড়াচ্ছেন, ঐ না মৃগরাজ বিহারিণী মুগরাজে বিরাজ কোচ্ছেন, ঐ না শ্মশান বাসিনী শ্মশানে, উঃ শ্মশান কি ভয়ানক স্থান, কি ভয়ানক দৃশ্ব, ভূত প্রেত ডাকিনী যোগিনীগণ কর্ণভেদী হুহুঙ্কার শব্দে নৃত্য কোচ্ছে, ফেরুগণ উচ্চৈঃস্বরে ফেরুরব কোচ্ছে, শবহৃদি বিলাশিনী শবহৃদে দাড়িয়ে রয়েছেন, কি সৌভাগ্য কি সৌভাগ্য শ্মশান বাসিনী ঐ যে আস্তে আস্তে মশানে আস্ছেন, ভাগ্য সুপ্রসন্ন শুভদিন সুপ্রভাত, (ভগবতীর প্রতি দৃষ্টি করিয়া) আমরি মবি লীলাময়ীর কি আশ্চৰ্য্য লীলা, ভক্ত শ্ৰীমন্তকে রক্ষা কৰ্ব্বার জন্য কৈলাস পরিত্যাগ কোরে মশানে এসে উপস্থিত হোলেন, আহা ঐমন্তের কি ভাগ্য, ভব যার পদাভিলাষী যোগীঋষি মুনিগণ র্যার পদের জন্য বনবাসী, যার জন্য সজ্জনেরা সন্ন্যাসী, ধাৰ্ম্মিকেরা উদাসী, অমর বৃন্দ র্যাকে দিবানিশি ভবেন যিনি রাজ রাজেশ্বরী রাজমহিষী তিনি কিনা শ্ৰীমন্তকে কোলে কোরে প্রফুল্ল মনে সহাস্য বদনে মশানে অবস্থিতি কোচ্ছেন, যিনি জগতের মা, তিনি কিনা মার মত শ্ৰীমন্তকে বক্ষে কোরে রক্ষা কোচ্ছেন, ধন্য শ্ৰীমন্তের সাধন, ধন্য ইমন্তের রত্নগর্ভ জননী, বহু পূণ্যে এ দুল্লভ রত্বে লাভ কোরেছে,