পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

縣 ' s¢२ শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । দেখাবনা, বল শ্ৰীমন্তের বন্ধনের কারণ কি ? প্রাণ নাশেরই বা হেতু কি ? শীঘ্ৰ বল, নইলে তোমার পক্ষে বিপদ ঘটবে। শালিবাহন। ওমা জগদন্ধে ! শ্ৰীমন্ত আমাকে কালিদহে কমলে কামিনী দেখাবে বলে পন করেছিল, আমিও শ্ৰীমন্তের কাছে প্রতিজ্ঞ করেছিলাম, তুমি যদি আমাকে কালি দহে কমলে কামিনী দেখাতে পার, তাহোলে তোমাকে অৰ্দ্ধেক রাজ্য সুশীলা কন্যা দান কোরবো, আর যদি কমলে কামিনী না দেখাতে পারে, তাহোলে তোমাকে দক্ষিণ মশানে নরবলি দিব, সেই প্রতিজ্ঞা পালনার্থ শ্ৰীমন্তকে দক্ষিণ মশানে পাঠিয়েছি । ভগবতী। মহারাজ ! শ্ৰীমন্ত যদি কালিদহে কমলে কামিনী দেখাতে পারে, তাহোলে অৰ্দ্ধেক রাজ্য সুশীলা কন্য দান কোরবে । শালিবাহন। জননী! সে কথা আবার জিজ্ঞাসা কচ্ছেন, তদণ্ডেই প্রতিজ্ঞ প্রলিন কোরব। - ভগবতী । আচ্ছ। তবে শ্ৰীমন্তকে সঙ্গে কোরে কালি দহে গমন কর । শালিবাহন। যে আজ্ঞা মা ! ( খ্ৰীমন্ত সহ প্রস্থান ) ভগবতী। যোগিনীগণ! তোমরা কৈলাসে যাও আমি বৎস শ্ৰীমন্তের মন বাসনা পুর্ণ না করে আর কৈলাসে যাচ্ছিন। তোমরা যাও, আমি কালিদহে কমলে কামিনী হয়ে ভক্তের মন সাধ পূর্ণ করিগে। যোগিনী | যে আজ্ঞা । ( প্রস্থান ) 洲