এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কমলে কামিনী দর্শন। -- - ماهه দ্বিতীয় গর্ভাঙ্ক। দৃশ্ব—কালিদহ। ( কমলোপরে করী করে কমলে কামিনীর আবির্ভাৰ রাজা শালিবাহন মন্ত্রী সেনাপতি শ্ৰীমত্ত্বের প্রবেশ । ) শ্ৰীমন্ত । হের রাজন ! কালিদহে অপরূপ শতদল মাঝে । করে করি গ্রাসে করী কমলে বিরাজে।। অতি কৃশোদরী বামা ভুবন-মোহিনী । কমলে উদয় যেন শত সৌদামিনী ॥ মহামায়ার কত মায়া কে বুঝিতে পারে। উদয় হোলেন দেখ কমল উপরে ॥ দেখায়ে তোমারে রাজা কমলে কামিনী । সার্থক হইল জন্ম শুন নৃপমণি ॥ সালিবাহন । বৎস! তোমার কৃপায় আমি কমলে কামিনী । দেখিয়ে সফল জন্ম হোল গুণমণি || কিন্তু ও রূপ মাধুরী ভুলিতে না পারি একান্ত বাসনা মনে অবিরত হেরি । আমরি মরি কি অপরূপ রূপ ॥ ( গীত । ) আমরি কি অপরূপ কমলদল বাসিনী। দেখে মনে অনুমানি, এ নয় সামান্যাধনী o ব্ৰহ্মাণী কি ইন্দ্রাণী হর মনো-মোহিনী ॥ 5. A