পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। Yፅፃ ( রাজা শালিবাহন ও শ্রীমম্ভের প্রবেশ । ) শালিবাহন । হের বৎস শতজন বন্দী কারাগারে । কেবা তব পিতা লছ অন্বেষি তাহারে ? শ্ৰীমন্ত । হায় কিরূপে চিনিব পিতা চক্ষে নাহি হেরি । শুনিয়াছি মার মুখে আছে পিতা মোর, সিংহল পাঠনে রাজ কারাগারে বন্দী, তাই আমি আসিয়াছি সিংহল পাঠনে, পারি যদি উদ্ধারিতে পূজ্য পিতৃদেবে মাদুর্গার কৃপাবলে অকুলেতে তমি বিবিধ বিপদ হোতে তরিলাম যদি, কিন্তু বৃথা হোলো মোর সব পরিশ্রম বৃথা চেষ্টা বৃথা আশা বৃথা এ জীবন। যদ্যপি চিনিতে নাহি পারি পিতৃদেবে, সিন্ধু জীবনে জীবন দিব বিসর্জন। কোথা গো মা ! ভবরাণি কোথা গো জননি পড়িয়াছি পুনরায় বিপদ সাগরে নিস্তারিণী তোমা বিনে কে বল নিস্তারে । মশানে রক্ষিলে মাগো শ্মশান বাসিনী রক্ষাকালী হোয়ে কালী অকৃতি সন্তানে এবার বিপদে পড়ে ডাকি মা তোমারে । কৃপাময়ী কৃপা কোরে এস কারাগারে। ধনপতি । ( খ্ৰীমন্তকে দেখিয়া স্বগতঃ) সুমতি মুকুৰ্ম্ম Nরকে দেখে সহসা আমার অন্তরে বাৎসল্য ভাবের 游 - 浙