& ঐমত্তের মশান গীতাভিনয় । শ্ৰীকৃষ্ণ বই আর কিছুই জানতেননা, আমিও সেইরূপ শ্ৰীমন্ত বই আর কিছুই জানিনা, শ্ৰীমন্তই আমার ধ্যান জ্ঞান শয়নে স্বপনে ভোজনে কেবল বাছার সেই চাদমুখখানি দেখি,– দিদি ! কৈ এখনো তো আমার শ্ৰীমন্ত এলোনা, দুৰ্ব্বল তো অনেকক্ষণ গিয়েছে, কৈ সেও যে ফিরে আসছেন । - ( দুৰ্ব্বলার প্রদেশ । ) দুৰ্ব্বলা । (স্বগতঃ) পাড়ায় পাড়ায় খুজে এলেম, শ্ৰীমন্তকে তো দেখতে পেলেম না, গেল কোথায়, খুজতে তো অীর কসুর কল্লেম না, না দেখতে পেলেই বা কি করবে, কাজে কাজেই ছোট মাকে সংবাদ দিতে হলো । (অগ্রসর ) খুল্লন । তুৰ্ব্বলে ! তুই যে এক,— আমার শ্ৰীমন্ত কোথায়,— শ্ৰীমন্তকে দেখছিনে কেন ? দুৰ্ব্বলা । ছোট মা ! আমি রাস্তা, ঘাট, বন, বাদাড়, পাড়া পল্লী খুজতে আর বাকি রাখিনি, কোথাও ভ্রমন্তের দেখা পেলেম না ; কাজে কাজেই আমাকে ফিরে আসতে হলো । খুলনা । দুৰ্ব্বলে ! বলিস্ কি ? শ্ৰীমন্তকে দেখতে পেলিনে ? কি সৰ্ব্বনাশ ! পাঠশালায় গিয়েছিলি ? দুৰ্ব্বলা । এঁটেই ভুল হোয়েছে,.(প্রকাশ্বে ) নাগে৷ সেখানে তো প্রায় দেখেছি, পাঠশালার ধার দিয়েই তে এলেম, সেখানে তোমার শ্ৰীমন্ত নাই । খুল্লনা। দুৰ্ব্বলে! আমি তো ভাল বুদ্ধ ছিন, তুই আর একবার পাঠশালায় ভাল করে খুঁজে আয় । 燃 蕪
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।