পাতা:কমলেকামিনী দর্শন.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘....” sy কমলে কামিনী দর্শন। রাজাতে বিদ্যাতে কখন সমতুল্য নয়, কারণ রাজা স্বদেশে পূজনীয়, বিদ্যা সকল দেশে পূজনীয়, সেই জন্যই রাজা অপেক্ষ বিস্তার গৌরব বেশী। গুরু। দেবেন্দ্র । তুমি কোনটা অভ্যাস করেছ বল ? দেবেন্দ্র । যে আজ্ঞা,— বরমেক গুণি পুত্র নচমুখ শতৈরপি । একশ্চন্দ্র স্তমছন্তি নচতারা গণৈরপি ॥ - শতমুর্থ পুত্র অপেক্ষ একটা গুণি পুত্র শত সহস্র গুণে ভাল, একচন্দ্র যেমন জগতের অন্ধকার নাশ করে, একটা গুণি পুত্রও সেই রূপ বংশ উজ্জ্বল করে, মুখ পুত্র হোতে বংশ কলঙ্কিত হয় মাত্র, সেই জন্য পিতা মাতা গুণি পুত্র প্রার্থন কোরে থাকেন । গুরু। বেশ বেশ, নগেন্দ্র ! তোমার কোনটা অভ্যাস হয়েছে বল ? - নগেন্দ্র। যে আজ্ঞ, — এক বৃক্ষ সুগন্ধিন পুম্পিতেন সুগন্ধিন । বাসিতং তদ্বনমৃ সৰ্ব্বং সুপুত্ৰেন কুলং যথা। একটা সুগন্ধি পুষ্পের সুগন্ধে যেমন সমুদয় বন সুবাসিত হয় একটা সুপুত্র হোতেও সেইরূপ বংশ উজ্জল হয়। গুরু। বেশ বেশ,সকলে বোসে বোসে পড়া অভ্যাস কর। ছাত্ৰগণ । যে আজ্ঞা! ( সকলের যথাস্থানে উপবিষ্ট) তুৰ্ব্বলার প্রবেশ। দুর্বল। (পাঠশালার অনতিদূরে উপস্থিত হইয়া স্বগতঃ) তাইতে,শ্ৰীমন্ত আজ রাগকোরে বাড়ীহোতেবার হয়েছে,খুজতে £ - 월