পাতা:কমলেকামিনী দর্শন.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। > যান, আবার মৃতন গুরুমহাশয়এনে পাঠশালায় ভর্তি কোৰ্ব্বে, ওমা যাব কোথায়, মুখ পোড়া কিকথায় কি উত্তর কোন্সে,আমি কেবল জিজ্ঞাসা কোরেছি, শ্ৰীমন্ত এসেছে কিনা, পোড়ার মুখে মিন্সে ক্রমন্তের কথা শুনে যেন খেকি কুকুরের মত ধ্যাক ধ্যাক দেt:র কামৃড়াতে এলে, শ্ৰীমন্ত যেন ডেক্কার বলে “এক কড়ার মুরদ নাই, ভাত মারবার গোসাই” পেটে | ডুবুড়ি নামালে "ক" খুঁজে বার কোতে পারা যায় কিন সন্দেহ, কিন্তু ভূজ্যি উড়াবার যম, মাস যেতে না যেতে মাইনের জন্যে তল-তলাতল রসাতল বাধিয়ে দেয়। হারে মুখ পোড়া! এবার বুৰি শ্ৰীমন্ত স্ত্রীপঞ্চমী পূজার সময় ভাল করে খুসি করেনি, ও বুঝেছি তাইতে তার উপর এত রাগ, কি বোল্‌বো তুইবামুন, নৈলে এমৃনি শাস্তি দিতেম,দশে দেখতে। আচ্ছা থাক ,আমি বড় মাকে বোলেতোরে যেরূপজব্দকোর্তে হয় কোৰ্ব্বে, এই আমি বড় মায়ের কাছে চল্লেম। ( প্রস্থান ) বেট যেনতাড়ক রাক্ষসী,আর একটু বাড়াবাড়ি কোন্নে হয়তে প্রাণশুকিয়ে গিয়েছিল,এখনও বুব টে। ধড়াস্ ধড়াস্ কোচ্ছে— তার সেই হাত নাড়া মুখ নাড়া মুখ ভঙ্গী মনে পড়ছে, আর 涤一 滿 দুৰ্ব্বল। সার্টু সাটু আমর মিলে, তোর বড় শক্ত শক্ত | কথা, শ্ৰীমন্ত মরূবে কেন, তুই কেন মৰ্বন, তুই কেন চুলোয়। পাকা ধানে মৈ দিয়েছে, বুকে বোসে দাড়ি উপড়েছে, ঐ যে | গুরু। (স্বগতঃ) ও হারামজাদি কি বজাত, এত | গুলো ছেলের কাছে আমাকে যা নয় তাই কতকগুল বোলে, আমাকে ই কোরে গিলে খেতে, বেটর ভঙ্গী দেখে আমার |