পাতা:কমলেকামিনী দর্শন.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কাষিণী দর্শন । yO চাণক্যপণ্ডিত পণ্ডিতের এই ব্যাখ্যা কোরেছেন,যে মহাত্মা পরস্ত্রীকে মার ন্যায় জ্ঞান করেন, আপনার প্রাণের ন্যায় যিনি সৰ্ব্ব প্রাণীর প্রাণ দেখেন, তিনিই পণ্ডিত । গুরু। বেশ বেশ, শ্ৰীমন্ত ! কোন শ্লোকটর অর্থ বুতে পারনি বলতে ? শ্ৰীমন্ত । যে আজ্ঞা— লালয়েৎ পঞ্চবর্ষাণি, দশ বর্ষাণি তাড়য়েৎ । প্রাপ্তেযু ষোড়শবর্ষে পুত্র মিত্র বদচিরেৎ ॥ গুরু। (স্বগতঃ) এইবার সেরেছে, যেটা খুব শক্ত, | সেইটী নিয়ে টানাটানি, এই অর্থেই অনর্থ ঘটাবে, কোন রূপে কোরে কৰ্ম্মে খাচ্ছিলেম, এইবার এই ভূ ই ফেঁাড় ছিরে হতেই তার দফা নিকেশ, আজ কপালে যে কি ঘটবে, কিছুই বুতে পাচ্ছিনে, কন্যাদায়ের বেশী দায় উপস্থিত,-পিতা মাতার | শ্ৰাদ্ধ অপেক্ষা বেশী ভাবনা,-হায় হায়, করি কি? আমার | উভয় সঙ্কট – বোল্পেও অপমান,ন বোল্পেও অপমান,একরকম | মারীচের মৃত্যুবৎ ঘটেছে, একটু পূৰ্ব্বে চাকরাণীতে বোলেই :ি গেল, পেটে ডুবুরি নামালেও “ক” খুঁজে পাওয়া যায় না, সে বড় মিছে নয়, বাস্তবিক আমার পেটের মধ্যে বিস্তের দফা নাস্তি, কেবল কতক গুলো রাবিশ পোরা মাত্র,.পেটে বিদ্যে | থাকলে কি উঠতে বোস্তেবেগের ব্যাটা খেতেম,আমি কেবল | কপালে কোরে খাচ্ছি, যা থাকে ভাগ্যে তাই হবে,ভেবে আর কি করবো, শ্ৰীমন্ত বালক বইতে নয়, যেরূপ করেই হোক, এক রকম করে শ্লোকের অর্থটা বুঝিয়ে দেওয়া যাক (প্রকাশ্বে) শ্ৰীমন্ত! আর একবার শ্লোকটা বলতো ? • 崇 液