পাতা:কমলেকামিনী দর্শন.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

క్ష : : কমলে কামিনী দর্শন। গুরু। বাপু হে! আর কিছুকাল পড়, তৰে তো অর্থ{ বোধ হবে, অনেক পড়ে শুনে দেখে তবে তো এত বড় | হোয়েছি, বিদ্যালভিও করেছি। - শ্ৰীমন্ত । (স্বগতঃ ) গুরু মহাশয়ের ভো জ্ঞান টন্‌টনে, এইরূপে ছেলেদের অর্থ বুৰিয়ে দিলে ছেলেদের মাথা | খাবেন আর কি । | গুরু। শ্ৰীমন্ত ! তৃতীয় শ্লোকটা অভ্যাস হয় নাই কেন ? ]; শ্ৰীমন্ত। মা আমাকে সঙ্গে করে মঙ্গল চণ্ডীর পূজা | করতে গিয়েছিলেন, তাইতে অভ্যাস হয় নি। গুরু । পড়া অভ্যাস না কোরে মায়ের সঙ্গে মঙ্গল চণ্ডীর পূজা কোর্তে যাওয়া হেয়েছিল, আজ আমি তোর কোন কথা | শুনবোন, যৎপরোনাস্তি অপমান কৰ্ব্বে । শ্ৰীমন্ত । মা সঙ্গে কোরে নিয়ে গেলেন,কি করে মীর কথা অন্যথা করি । গুরু। নে নে তোর মার কথা আর আমার কাছে তুলি- | সনে, তোর মার গুণ জানতে আর কারো বাকি নেই, সকলষ্ট তোর মার গুণ জানে, তোর মা সতী কিনা, তাই তার কথা অন্যথা কোর্তে পারিসনে। . শ্ৰীমন্ত । আমার মা সতী নয় কি অসতী, আমার মাতো | সতী । - গুরু। তোর মা যত সতী এক ছাগল পুষে তার পরিচয় | দিয়েছে ; তোরে যে কে জন্ম দিয়েছে, তার ঠিক নেই, তোর বাপ যে কোথায় তার ঠিক নেই, আচ্ছ বল দেখি, তোর বাপের নাম কি ? o 篆 %