পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गरश्त्व गर्थन औद्यडिमय। হৌক ছ বরং বল্লে তোর উপর সস্তুষ্ট হবে, না বল্প অন্তরে বেদন পাব। " । শ্ৰীমন্ত f (স্বগতঃ) মা ষখন শোমবার জন্যে অত্যন্ত ব্যস্ত হেয়েছেন, তখন না শুনে কিছুতেই ছাড়বেনন, কাযেই আমাকে বোলতে হালো, (প্রকাশ্বে) মা! দুঃখের কথা আর কি বোলব ? আজ আমি পাঠশালায় পড়তে গেলে গুরুমহাশয় আমাকে পড়া জিজ্ঞাসা কল্লেন, আমার একটা শ্লোক অভ্যাসহয় নাই বোলে,আমাকে বোল্লেন তুই বেশ্বাপুত্র, তোর আবার পড়া শুনা কি হবে, তোর জন্মের ঠিকনাই ? এই বোলে আর বল্লেন তোর পিতার নাম কি বল, মা ! আমি পিতার নামজানিন, কি কোরে বোল ব, চুপ কোরে রইলেম, তাইতে তিনি আমার উপর রাগ কোরে আমাকে বেত্ৰাঘাত পদাঘাত কল্লেন, মাগো ! আমার সর্বাঙ্গে বেদন হোয়েছে, এই দেখ আমার গায়ে বেত্ৰাঘাত ও গাদাঘাতের দাগ পড়ে রোয়েছে । - খুল্লনা। বাপূরে ৷ কি সৰ্ব্বনাশের কথা শুনালি, তোর সোণার অঙ্গে পদাঘাত কোরেছেন, এও আমাকে দেখতে হোলো, নাথ! এ সময়ে কোথায় আছ একবার এসে দেখ, তোমার জীমন্তের আজ কি দুর্দশা ঘটেছে, তুমি জীবিত থাকতে শ্ৰীমন্তকে বেশ্বাপুত্র বোলে গালু দিয়েছে, একথা কি শুনতে পাচ্ছন, হায় হয়। অবশেষে আমার কপাতে কলঙ্ক রটলো। ( রেদিন) . দুৰ্ব্বল কিম্ভ-গুরু মেরেছে, অকথা কুকথা བླུལ་ཨ་ཙ་ মুখ পোড়ার তো ভারি আস্পদ্ধ দেখছি, , o, -" -