পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । | খুলনা । শ্ৰীমন্ত । খুল্লন । পিতার সন্ধান করি আনিব ভবনে । তুষিব তোমার মন অভিলাষ মনে ॥ সে সাধে বিষাদ অীর ঘটাইওনা মাত । ধরি পদে দে মা আজ্ঞা কর দৃষ্টি পাত ॥ অকুল জলধি পারে কেমনে যাইবি । ননীর পুতলী তুই জীবন হারাবি ৷ ধরিতে গগন চাদে শিশু যথা ধায় । তোর ও মন বাসনা দেখি সেই প্রায় ॥ তোমার শ্ৰীপদ বলে সকলি সম্ভব । ধরিতে পারি মা চাদে নহে অসম্ভব ॥ প্রাণাধিক! কি অধিক বোল বরে আর, নয়নের মণি তুই অঞ্চলের নিধি। কণ্ঠের কৌস্তুভ-মণি হৃদয় রতন, তুই বাপ ক্ষণকাল চক্ষু ছাড়া হোলে ; ত্রিভুবন শূন্তময় দেখিরে নয়নে । তিলেক নয়নে চাদ না হেরিলে তোরে, যুগ যুগান্তর বোলে জ্ঞান হয় মনে ? ' পলকে প্রলয় বোধ হয় যাদুমণি! চক্ষের জলেতে বক্ষ ভাসে নিরন্তর ; বহুব্রত পুণ্যফলে মঙ্গলারে পুজে, তবে বাপ ! তোরে আমি পেয়েছিরে কোলে । কোল শূন্য কোরে যাদু! যাবিরে কোথায় ? কারে কোলে কোরে বল, জুড়াব হৃদয় ॥