পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

燕 。, *, 西 | २७ । । শ্ৰীমস্তের মশান গীতাভিনয়। খুল্পনা ! শ্ৰীমন্তরে! তুইতো অশেষ প্রকারে বুঝাচ্ছি", কিন্তু ও বোঝানতে কি আমার মন বুকে, বজ্রের বেগ কি হাতে থামান যায়, তাই তোর কথায় আমার মন শান্ত হবে, দৈব কোরে রোগ ভাল কোৰ্ব্বে বোলে কি মা বাপে ছেলেকে ঔষধ খাওয়ায়ন, কপালে থাকে বিদ্যা হবে বোলে কি, মা বাপে ছেলেকে পাঠশালায় পোড়তে দেয়না, তাই তোর কথায় আমার মন শান্ত হবে, বাপূরে! তুই যে আমার অন্ধকার ঘরের চন্দ্রকান্ত মণি, স্নেহ মালঞ্চের সুরভি পুষ্প, হৃদয়াকাশের পূর্ণচন্দ্র তুই অন্ত গেলে তোর সঙ্গে সঙ্গে যাবতীয় সুখতার গুলি অস্ত যাবে, আমি বাপ ! কি নিয়ে আর সংসারে থাকবে, ওরে কোলের নিধি ! কোল শূন্য কোরে কোথায় যাবি, ওরে নয়নের তারা ! তোরে হীরা হোলে আমি যে অন্ধ হব, বাপ ! কেন আর এ দুঃখিনীকে দিবাদিশি কাদাবি । - শ্ৰীেমন্ত । (স্বগতঃ ) হায় হায় কি করি, মার মায়া কাটিয়ে যাওয়া তো কঠিন—আমি যাব শুনে মা আমার কেঁদে কেঁদে আকুল হোচ্ছেন, বোধ করি, মার প্রাণে প্রাণ নাই, নইলে এত দূর কাতর হোয়ে পড়বেন কেন ? বুদ্ধ লেম সন্তানই মার জীবন, সন্তানই মার জীবনের সর্বস্বধন, হায় হায় কি করি, কিরূপে মাকে ছেড়ে যাই, আমি গেলে হয় তো আমার শোকে প্রাণ ত্যাগ কোৰ্ব্বেন, তা হোলেই বিপদ । পিতাকে এনে যদি মাকে না দেখতে পাই, তবেই তো আমার সকল শ্রম পণ্ড হবে, সকল চেষ্টাই বিফল হবে, (চিন্ত!) মা সৰ্ব্বমঙ্গল কি নিদয়া হবেন, আমার প্রতি কি 熙 滿