- কমলে কামিনী দর্শন । - । ११ মুখতুলে চাইবেলুন, এমন হবেন, মা আমার প্রত্যহ মঙ্গলার পূজা করে থাকেন, অবশ্যই মঙ্গলা মঙ্গল কৰ্ব্বেন, (প্রকাশ্বে ) মা! আর বিলম্ব কোরোন,শীঘ্র মঙ্গলার পূজা কোরে আমাকে বিদায় দাও। - খুল্লনা। (স্বগতঃ) তাইতে কি করি—শ্ৰীমন্তকে হাজার কোরে বুঝালেও বুঝবেন, সিংহলে যাবেই, কাজেই আমাকে মঙ্গলার পূজা কোরে, মঙ্গলার করে বাছাকোঁপে দিতে হোলো, ( প্রকাশ্বে ) বৎস শ্ৰীমন্ত ! তুই যদি নিতান্ত আমার কথা না রাখিস , তবে আয় আমার কোলে আয়, আমি তোরে কোলে কোরে মঙ্গলার মন্দিরে গমন করি, (খ্ৰীমন্তকে কোলে করিয়া) চল দিদি! তবে যাই চল, দুৰ্ব্বলা ! তুই এক কায কর, পুরুত ঠাকুরের বাড়ীতে সংবাদ দিয়ে আয়, তিনি যেন কাল মন্দ্রলার মন্দিরে উপস্থিত হন। ( সকলের প্রস্থান ) চতুর্থ গর্ভাঙ্ক। পুরোহিতের বাট। -- পুরোহিত। পুরোহিত। (স্বগতঃ) করিব কি, যাইবা কোথায় ? কোন যজমানের বাড়ীতে তো কাজকৰ্ম্ম দেখছিনা, সংসার চলে কিরূপে ? চালাই বা কি করে, যজমেনে ব্রাহ্মণের যজমানই উপজীবিক, তা বন্ধ হোলেই চলা কঠিন, ধনপতি 畿 藩
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।