পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

斃" 絮 কমলে কামিনী দর্শন ९*७ র্তার কাছে বোলতে যাই, তিনি অমনি বাঘিণীর মত গিলতে আসবেন, ঘরে চাল না থাকলে বেচাল হোয়ে অমনি আমাকে মুড়ো ব্যাটা দেখান বেশী রাগলে আমারত নিস্তার নাই, ব্যাটার ও নিস্তার নাই, কি করি, সব সহ কর্তে হয়, নিজে অক্ষম দিতে থুতে পারিন, তাতে দ্বিতীয় পক্ষের গিনি, কাজেই বঁ্যাট না খেয়ে আর করি কি, বেশী বাড়াবাড়ি কল্লে পাছে পায়ে ঠেলেন, সেই ভয় বড় ভয় । (ব্রাহ্মণীর প্রবেশ । ) ব্রাহ্মণী । বলি পাগলের মত বিড় বিড় কোরে কি বোক ছ, আজ যে ঘরে চাল নেই তা বুৰি মনে নেই,— বেলা কত দেখ দেখি, এর পর কখন আনূবে ; কখন রাবে, আর কখনই বা খাব, তোমার হাভে পড়ে যে খাওয়া বিনে প্রাণে মলেম, যদি পেটের ভাতের যোগাড় কর্কবার ক্ষমতা নেই, তবে বিয়ে করা কেন ? বিয়ে না কোরলেও তো হোতে, এদিকে নাম শুনিতে বিদ্যালঙ্কার—ফলে তো তার কিছুই দেখতে পাইন, যার পেটে বিষ্ঠা আছে ; সেকি যজমানের ভরসায় থাকে, সে কত রকম কোরে পয়সা উপায় করে, “বিষ্ঠা সৰ্ব্বত্র পূজ্যতে" যার বিষ্ঠা আছে, তার আবার কিসের ভাবনা, বনে গেলেও তার পয়সা, পেটে বিদ্যা থাকলে তো পয়সা উপায় কোৰ্ব্বে, পেটভরা বিদ্যা কেবল ঘরে বোসেই ছড়ান হয়, বাইরে গিয়ে বিদ্যা ছড়িয়ে দুপয়স আন দেখি, সে বিষয়ে ঘণ্টা, তোমার হাতে পড়া চেয়ে আয়বুড়ী হোয়ে আমার ঘরে থাকা ছিল ভাল । . . .