পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*та কমলে কামিনী দর্শন। । 9, কাছা নাই, বিদ্যার গুণাগুণ তুমি কি জানবে, আমার বিদ্যারূপ টােপে আজ একটা যে রূপ বড় কাৎলা পোড়েছে, হয় তো এতেই বড় লোক হবে, বড় লোকের ছেলে বাণিজ্যে যাচ্ছে, দুশ পাচশ হাজার কোন না পাব, এবার আর দুঃখ থাকবেন, এবার তোমাকে ভাল কোরে ভোগ দেব, ভাল কোরে সাজাবো | ব্রাহ্মণী । ( অপ্রস্তুত হইয়া) অ্যা অ্যা অ্যা! বিষ্ঠা আছে বৈকি, বিদ্যা না থাকলে কি লোকে ডাকে, তবে আমি বড় দুঃখে পড়ে দুটো কথা বোলেছি, তা মনে কোরোন, বলি একটা কথা কি বোল্ব। ব্রাহ্মণ | তা বলনা | ব্রাহ্মণী । সেঁক ব্রা ডেকে গহনা গড়াবার বিলি সিলি গুলা কোরে রাখিনা কেন ? - - ব্রাহ্মণ। সে কথা আবার বোলছে, আমি গেলেই তুমি গহনা গড়াবার যোগাড়ে থাক, আমি চল্লেম, (কিঞ্চিৎ) অগ্রসর ) ব্রাহ্মণী। বলি শোনো ! শোনো ! গুলি টুলি খাও, যেন বেশী দই খেওনা। ব্রাহ্মণ। আঃ ছি ছি! অত চেচিয়ে কি ও রূপ কথ বোলতে হয়, আশে পাশে কত লোক বেড়াচ্ছে, ছি যাও যাও আমি চল্লেম | s & (প্রস্থান ) ব্ৰহ্মাণী । (স্বগতঃ) এত দিনের পর আমার সুখের ফুল ফুটলো, এখন সেঁকরা ডেকে পছন্দ মত গহনা সকল গড়াতে দিইগে ।