কমলে কামিনী দর্শন। " . ཙམ་ལངས་ལྟེ་ ... ', অক্ষত শরীরে বৎস যাইবে সিংহলে, পডিধনে ফিরে পাবে পুত্র পাবে কোলে, ভক্ত মোর পুত্র তোর ভয় কি তাহার, &sh দেবজয়ীদহবে পুত্র বরেতে অামার। খুল্লনা । বৎস! ঐ শোন, মা সদয় হোয়ে তোকে অভয় দিচ্ছেন, আর তোর ভয় নাই । শ্ৰীেমন্ত । মা ! তোমার কথায় মা আমাকে অভয় দিলেন, আমি একবার মাকে ডাকি, আমার কথায় মা আমাকে অভয় দেন কি না দেখি, মা ! মাকে কি বোলে ডাক বো, আমাকে বোলে দাওনা ? খুল্লনা । বৎস! তুমি এই বোলে ডাক, ওমা সৰ্ব্বমঙ্গলে ! ওমা বিপদ বিনাশিনী! ওমা সঙ্কটহারিণি ] স্বগুণে দাসের প্রতি সদয় হও মা | শ্ৰীমন্ত । আচ্ছা মা ! মাকে যা বোলে ডাকতে বোল্পে তাই বোলে ডাকি, মা সৰ্ব্বমঙ্গলে । ওমা বিপদ বিনাশিনি! ওমা সঙ্কটহারিণি! স্বগুণে দাসের প্রতি সদয় হও মা। ( গীত ) ওমা সৰ্ব্বমঙ্গলে! একবার উদয় হও হৃদয় কমলে। সদয় হোয়ে অভয় দাও মা, অভয় রাঙ্গ। চরণে, (ওম। দুর্গে দুর্গেগো! একবার চাও নয়নে ) (ওমা তারা ভারাগে একবার এসে এখানে) । ওমানিজগুণে এ নিগুণে, স্থান দাও পদকমলে।
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।