পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

需 . . . - , or - .# - '-o', - 萎 কমলে কামিনী দর্শন । - ६s | দ্বিতীয় অঙ্ক।

      • Ɖstsa

প্রথম গর্ভাঙ্ক । , ধনপতি সওদাগরের বৈঠকখানা। শ্ৰীমন্ত একাকী আমীন। শ্ৰীমন্ত। (স্বগতঃ) দূত অনেকক্ষণ গণক ঠাকুরের বাড়ী গিয়েছে, এখনও আসছেন কেন ? তবে কি গণক ঠাকুর বাড়ীতে নাই ; তাহোলেইত বিপদ, আমার যে আর দেরি সহ হোচ্ছেনা ; একটা দিন স্থির হোলেই কারিকর ডেকে সাতখানি তরণী প্রস্তুত করাতে আরম্ভ করে দিই, কৈ এখনও তো দূত ফিরে আস্ছেন, ওমা দুৰ্গতি নাশিনি দুর্গে! মাগো ! গণক ঠাকুর যেন বাড়ী থাকেন, দূতের সঙ্গে যেন তার শুভাগমন হয় | (দূৰ্ভসহ গণকের প্রবেশ ) শ্ৰীমন্ত। আসুন আসুন, আজ আমার পরম সৌভাগ্য, প্রভো ! পঞ্জিকা খুলে একটা ভাল দিন স্থির কোরে দিন, আমি বাণিজ্যে যাব । , - গণক । তার জন্ত চিন্তা কি ? আমি এখনি দিন স্থির কোরে দিচ্ছি, (পঞ্জিকা দর্শনান্তর ) বাপুহে!তোমার কপালে ভাল দিনই মিলে গেল, সচরাচর এমন দিন পাওয়া অতি দুল্লভ, কল্য তারিখে অতি উত্তম দিন, পু্যানক্ষত্র অমৃত 鯊 浙