পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ଜୀ : ஈ: কমলে কামিনী দর্শন। so | কর, দূতের দ্বারা ঘোষণা কোরে দাও, যে যে আজ দিবারাত্রের মধ্যে সাতখানি তরণী প্রস্তুত কোরে দিতে পাৰ্ব্বে, সে সহস্ৰ সুবৰ্ণ মুত্র। পারিতোধিক পাবে। শ্ৰীমন্ত । ঠাকুর । বেশ বলেছেন, সেই ভাল, নগরে অনেক কারিকর অাছে, অর্থলোভে সকলে মিলে সাতখানি তরণী প্রস্তুত করে দিলেও দিতে পারে, (দূতের প্রতি ) দূত ! তুমি এখনি নগরের পথে পথে এই ঘোষণা করগে, “যে শ্ৰীমন্ত সদাগর বাণিজ্যে যাবেন, আজ দিবারাত্রের মধ্যে যে সাতখানি বাণিজ্য তরণী প্রস্তুত করে দিতে পারবে সদাগর মহাশয় তাকে সহস্ৰ সুবর্ণমুদ্র পারিতোষিক দিবেন” আর বিলম্ব কোরোন, শীঘ্ৰ যাও, (গণকের প্রতি ) ঠাকুর। আশীৰ্ব্বাদ করুন, যেন আমার মন-বাসনাপূর্ণ হয়, আজ আগুন আমিও শয়নাগারে গিয়ে বিশ্রাম করিগে। (প্রণামান্তর প্রস্থান) গণক । সৰ্ব্বত্র জয় যুক্ত হও, বেলা অধিক হয়েছে, আমিও চল্লেম | ( প্ৰস্থান ) দ্বিতীয় গর্ভাঙ্ক । রাজপথ । छूड । দৃত । (উচ্চৈস্বরে ) শ্ৰীমন্ত সদাগর কাল বাণিজ্যে যাবেন, যে ব্যক্তি আজ দিবা নিশি মধ্যে সাতখানি তরণী | প্রস্তুত করে দেবে, সদাগর মহাশয় তাহাকে সহস্ৰ সুবর্ণ মুদ্র পারিতোষিক দেবেন। ( ধেড়া বাষ্ঠ ) * *— 浆