পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐমস্তুের মশান গীতাভিনয় । তৃতীয় গর্ভাঙ্ক। শয়নাগার । ( শ্ৰীমন্ত শৰ্য্যোপরি অধোবদনে উপবিষ্ট ও ভাবনায় নিমগ্ন । ) (দূতের প্রবেশ ) দূত। সদাগর মহাশয়! আপনার আদেশমত নগরের প্রত্যেক রাস্তায় ধেড় পিটীয়ে খবর করেছি, অনেক কারিকর এসেও জুটেছিল, কিন্তু কেউ ভরসা করতে পাল্লেন, তারা বল্লে, সদাগর মহাশয় যদি বছর খানেক সময় দেন, তাহোলে আমরা অলপ টাকা নিয়েও তয়ের করে দিতে পারি, তাদের কথা শুনে কাজেই আমাকে ফিরে আসতে হোলো, এখন আপনার বিবেচনায় যা হয় করুন। শ্ৰীমন্ত । দূত! কি বোল্লে ? কারিকরের কেহ সাহস করতে পাল্লেন, সেকি ! তুমি আর একবার যাও, গিয়ে ভাল কোরে ঘোষণা করগে, অবশ্যই কেহ না কেহ স্বীকার করবেই | করবে, তুমি দেরি কোরনা শীঘ্ৰ যাও । দূত। যে আজ্ঞা চলেম। . (প্ৰস্থান) শ্ৰীমন্ত । (স্বগতঃ) না হোলোনা, পিতার উদ্ধার সাধন হোলোন, যখন কাল বোই আর দিন নাই, তখন কিরূপে অস্ত দিবানিশি মধ্যে সাতখানি তরণী প্রস্তুত হবে, বুক লেম, | এ কুল্লাঙ্গার হোতে পিতার উদ্ধার সাধন হোলোন, মার فة