পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । . . . &s ক্রোড় অঙ্ক।

  • -*

শূন্যপথ । (বিমানোপরি ভগবতী ও পদ্ম ) ভগবতী। পদ্মা ! শ্ৰীমন্ত যে আমাকে ডেকে ডেকে সারা হোলো, খুল্লনা না খেয়ে না দেয়ে আমার কাছে ধন্না দিয়ে পড়েছে, আমি যে আর তাদের কষ্ট সহ করতে পারিনে, আমার প্রাণ ষে যায়, কৈ বিশ্বকৰ্ম্মার তে দেখা নাই, তাকেতো অনেকক্ষণ সম্বাদ দেওয়া হয়েছে । পদ্মা। বুঝি কোন কাজে ব্যস্ত আছেন, তাইতে বিলম্ব হচ্ছে, এলেন বলে । (বিশ্বকৰ্ম্মর প্রবেশ ) বিশ্বকৰ্ম্ম । জননি । প্রণাম হই, মা ! কি জন্য আমাকে | আহবান করেছেন । I ভগবতী। যাও বিশ্বকৰ্ম্ম বিশ্বশিল্পী আমার আদেশে। উজ্জয়িনী নগরেতে শ্ৰীমন্তের পাশে । বিশ্বকৰ্ম্ম । তবাদেশ শিরোধার্য্য করিব পালন । তুষিব তোমার মন করি প্রাণপণ ॥ কি উদ্দেশে যেতে হবে বল গো জননি! কি কাৰ্য্য করিতে হবে যাইয়া ধরণী ॥ ভগবতী। অকুল জলধি পার সিংহল পাঠন । ভক্ত শ্ৰীমন্ত আমার করিবে গমন ॥ নাহি হেন কারিকর ধরাতল পরে । o একদিনে সপ্ততরি নিৰ্ম্মাইতে পারে। e