&b. শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । খুল্লনা । তোমা সম, কিসে তারে ভুলিব মাত! অকৃতজ্ঞ মূঢ় নয় শ্ৰীমন্ত তোমার। স্বপনে সদাই হেরি বন্দী পিতা মোর, রাজ কারাগারে করে সদা হাহাকার । সহে কি পুত্রের প্রাণে পিতার যাতনা, দে মা দে মা অনুমতি বিলম্ব সহেন । পতিধনে হারা হেীয়ে তোমা ধনে পেয়ে | ভুলেছিলেম পতি শোক আমি একেবারে, তুমি গেলে ছেড়ে যাদু পুনঃ শোকানল, জ্বলিবে ভীষণ রূপে দিবস শৰ্ব্বরী | রামচন্দ্র বনে গেলে কৌশল্যা যেমতি, হ। রাম হ রাম! বলে কেঁদেছেন সদা কৃষ্ণধনে হারা হয়ে যশোদা যেমনি । হাকৃষ্ণ হাকৃষ্ণ বোলে লোটাতে ধরণী ॥ তেমতি হা পুত্র বলে কঁদিব সদাই চাতকিনীর মত হয়ে থাকিব যে চেয়ে, কেমনে এ প্রাণে তোরে দিবরে বিদায় | ( গীত ) vকমনে এ প্রাণ তোরে দিব বিসর্জন। বিষম বিষাদার্ণবে ওরে জীবন ধন । বিদায় দিতে তোমাধনে, অন্ধ म:ेन. ধারা বহে ছুনয়নে নয়ন রঞ্জন । হারায়ে নীলকান্তমণি, যশোদার দশ। যেমনি, অামার হবে ভেমনি, হোলে আদর্শন ৷ 5.
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।