পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

除 কমলে কামিনী দর্শন । • মঙ্গলার করে সঁপে দিতে হোলো, ওমা মহামায়া! তুমি বই দুঃখিনী খুল্লনার আর কেহই নাই,মা, মাগো ! রণে বনে হুতাশনে সাগর জীবনে দুখিনীর জীবনে রক্ষা কোরো, ওমা রক্ষা কালি! তোমার অভয় রাঙ্গ রাজীব চরণে জীবনের জীবন সঁপে দিলাম, স্থান প্রদান কোরে, ও ওমা ভবভয় ভঞ্জিনি ! পদাশ্রিত দাস শ্ৰীমন্তকে যেন ভুলে থেকোনা । সঁপিমু যতনে, অঞ্চলের ধনে, রেখে শ্ৰীচরণে, হে কালকান্তে । হৃদয়ের ধনে, ঠেলোনা চরণে, করুনানয়নে দেখ শ্ৰীমন্তে ॥ ওমা শুভঙ্করি, শ্ৰীমন্ত তোমারি, হবে দেশান্তরী, করি মা চিন্তে । ওম ত্রিনয়নি, যায় যাদুমণি, মেরে অভাগিনী মায় জীয়ন্তে ॥ দেহ পদ যায়, তার বিপদ যায়, পায় মোক্ষপায় পাই মা শুনৃতে, রক্ষাকালী রক্ষা কোরো অবোধ শ্ৰীমন্তে ॥ সিংহলে যাইছে বৎস নহ ভার ত্রিনয়নে, সপিলাম শ্ৰীমন্তেরে রেখে তারা ঐচরণে, অকুল জলধি জলে রক্ষ মাতা ঐমত্তেরে; মহামায়া পদছায়া দিও দুস্তর সাগরে, তোমার সাহসে মাতঃ ! ছাড়িম্ন শ্ৰীমন্ত ধনে । রক্ষ দক্ষসুতে সুতে ভীষণ সিন্ধু জীবনে। (ঐমত্তের প্রতি) ওরে জীবন ধন নয়ন তার, . 鯊 滿