পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন । છ? ’ | ক্রেীড়াঙ্ক । অমরাবতী—দেবসভা । ( দেবরাইল, ব্ৰহ্মা, বিষ্ণু, পবন, ও বরং ভালীন ) ইন্দ্র। বৈকুণ্ঠনাথ! আজ কাল আমরা যথার্থ স্বর্গসুখামুভব কৃচ্ছি, এ সুখ লাভে অনেক দিন বঞ্চিত ছিলাম ! বিষ্ণু। দেবরাজ ! কিরূপ কথা হোলে, স্বৰ্গপুরে মুখ ছিলনা, স্বৰ্গইতে সুখের আকর, সুখ নিয়েইতো স্বৰ্গ, যেমন দেহ ছাড়া ছায়া থাকা অসম্ভব, তেমৃনি সুখ ছাড়া স্বর্গ থাকাও অসম্ভব, স্বর্গে সুখ না থাকলে সৰ্ব্বজীবে স্বর্গ প্রার্থনা করে কেন ? বাসব ! আমি তোমার কথার কিছুই অর্থ বুঝতে ল্লেম না | ইন্দ্র। ওহে অৰ্থরূপি পরমার্থ ধন শ্ৰীহরি! আমার কথার অর্থ বুঝতে পাল্লেন না ? ~ . বিষ্ণু। নাহে! আমি তোমার কথার অর্থ বুঝতে পারলেম না, অর্থ কি বল । - ইন্দ্র । বিশ্বম্ভর! বলতে হবে কেন, বুদ্ধ তেতো পেরেছেন ? বিষ্ণু। নাহে! আমি কিছুই বুঝতে পারিনি, আমাকে ভাল কোরে বুঝিয়ে দাও । ইন্দ্র। (স্বগতঃ) আমরি মরি, মায়াময়ের কি অপূৰ্ব্ব | মায়, যার বুদ্ধিতে বিশ্বসংসারের স্বষ্টি, বসুমতীর গতিশক্তি, | রসুন্ধরার ধরা গুণ, রবি শশীর উদয়ান্ত অরবিন্দে মুকরন্থ 鯊。 * 藩