६ —y কমলে কামিনী দর্শন । \ግ বরুণ । তাতে ভগবানের দোষ কি, ভগবান ভক্তাধীন ভস্তুে ডালে কি আর থাকতে পারেন তাহলে যে ভগবানের ভক্তাধীন নামে কলঙ্ক হবে (বিষ্ণুপ্রতি ) ভগবন! আপনি অন্তর্যামী সকলই জানুতে পারেন, দেব! আমার কোন বিষয় জিজ্ঞাস্য আছে, উত্তর দানে বাধিত করুন। বিষ্ণু ! কি জিজ্ঞাস্য আছে বল ? বরুণ | প্রভো ! ত্রিসংসারে আপনার অজ্ঞাত কি আছে আপনিতে সকলই জানেন ? বিষ্ণু। যাক, ওসকল কথায় আর কাজ নাই, কি জিজ্ঞাসা করবে কর । - বরুণ। মধুসূদন! মৰ্ত্তধামে এখন আপনার প্রধান ভক্ত কে ? o বিষ্ণু ধনপতি সদাগরের সহধৰ্ম্মিণী পতিপ্রাণী খুলনা ? ব্ৰহ্মা | দয়াময় ! আমি শুনেছি সে যে শক্তি, শক্তির উপাসনা করে। বিষ্ণু । যে শক্তির উপাসনা করে, সে বুঝি আমার ভক্ত নয় স্থির করেছ ? সে যে আমার পরম ভক্ত, আমি যে নিজে শাক্ত শক্তি ভক্ত, তাকি জাননা ? ব্ৰহ্মা । জনাৰ্দ্দন ! আমরা তা কি কোরে জানৃবো । বিষ্ণু। কি আশ্চৰ্য্য! তোমরা কি শোন নাই, আমি স্ত্রীবৃন্দাবনে দক্ষিণ কালী হয়ে দুষ্ট আয়ানের অভিরোষ হতে শ্ৰীমতীকে রক্ষা করেছিলাম, পিতামহ । বৈষ্ণবও আমি শাক্তও আমি, যেমন পরমাণু ছাড়া পদার্থ নাই, তম্নি আম! ছাড়াও কিছু নাই। 监翌 —”
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।