পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

慕 কমলে কামিী দর্শন। אלטא ভগবতী। বৈকুণ্ঠবিহারি! আমি বড় বিপদাপন্ন হয়ে । তোমাদের কাছে এসেছি, তোমরা সকলে আমাকে বিপদ হতে রক্ষা কর । বিষ্ণু । ওমা বিপদ ভঞ্জিনি ! আপনার আজ বিপদ কি মা ! যার নামে বিপদ যায়, উীর আবার বিপদ কি ? বরুণের পিপাসায় কাতর হওয়া যেমন অসম্ভব, আপনার বিপদও তদ্রপ, ওম ভাণুজ ভয় নাশিনি! পশুপতি আপনার পতি, | শিখি বাহন কাৰ্ত্তিক, বিঘ্ন হর গণেশ আপনার সন্তান, লক্ষী । - সরস্বতী আপনার কন্য, পতিতপাবনী গঙ্গা আপনার ভগ্নী, গিরিরাজ হিমালয় আপনার পিতা, দশবিধ আয়ুধ আপনার দশ কর ভুষণ, আপনার আবার বিপদ ? এবড় আশ্চৰ্য্য কথা । ভগবতী। হরি হে! তুমি যতই বল, আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি, আমাকে রক্ষা কর । বিষ্ণু । কি বিপদ বলুন না মা ? ভগবতী। অতি শিশু প্রাণাধিক ভক্ত শ্ৰীমন্ত আমার পিতৃ অন্বেষণে ভর আরোহণে অকূল পাথরে ভেসেছে, তার সঙ্গে আর কেহই নাই, তোমরা সকলে মিলে তাকে রক্ষা ক’রে, যেন শ্ৰীমন্তের আমার কোন বিপদ না ঘটে। বিষ্ণু (স্বগতঃ) আমরি মরি, ভক্ত কি অমূল্য ধন,যিনি অকুলের কুল দায়িনী ভূঁর ভক্ত অকুলে ভেসেছে বলে তিনি একেবারে আকুলা হয়ে উঠেছেন ভক্ত যার,তারা পুত্র হতেও প্রিয়, প্রাণ হতেও শ্রেষ্ঠ, ভক্তাধীনে ভক্তের জন্য সবই কোরতে পারেন, অনলেও পুড়ে মরতে পারেন, বিষ পানও করতে পারেন, সাগরেও ভুবতে পারেন, ভক্তের জন্য না 濮 鯊