*辦 কমলে কামিনী দর্শন। ፄ » . ইন্দ্র। ও মা জগদম্বে ! প্রাণ দিয়েও যদি আপনার উপকার করতে হয়, তাতেও আমরা প্রস্তুত, জননি! আপনি আমাদের কি উপকার ন করেছেন, সবই তো আমরা জানি, দৈত্যাধম শুম্ভ স্বৰ্গ রাজ্য জয় করে আমাদের সকলকে স্বৰ্গ হোতে দূরিভূত করে, আমরা নিরুপায় হয়ে কৈলাসে গিয়ে আপনার চরণে শরণ গ্রহণ করি, প্রসন্নময়ি ! আপনি প্রসন্না হয়ে বিশাল দৈত্য বংশ ধংস করে আমাদিগকে স্বৰ্গ রাজ্য প্রদান করেছিলেন, ও মা ত্রিগুণ-ধারিণি ! আপনার সে গুণ কি কখনও ভুলতে পারবো, আপনার গুণ মালা চিরদিনের জন্য আমাদের জলমালা হয়ে রয়েছে, মা গো! এখন আপনার কি উপকার করতে হবে আদেশ করুন। ভগবতী। এখন তোমরা সকলে এই উপকার কর, জীবনাধিক শ্ৰীমন্ত আমার সিংহলে যাচ্ছে, তোমাদের যাকে যা কর্তে বলি, তোমরা তাই কর্তে প্রবৃত্ত হও । ইন্দ্র। যে আজ্ঞা মা ! কাকে কি কর্তে হবে বলুন। ভগবতী। ওহে দেবগণ ! যতদিন পর্য্যন্ত শ্ৰীমন্ত আমার জলপথে ভ্রমণ করবে, ততদিন তোমরা আমার এই কথাট রক্ষা কোরে, ওহে মেঘ বাহন ! তোমার বাহনকে বলে দিও, সে যেন ভীষণ তর্জন গর্জন কোরে মুষলধারে বারি বর্ষণ না করে, পিতামহ! তুমি যেন সাগর মাকারে বাড়বাগ্নি রূপে তরী দগ্ধ কোরোনা, বারিধিপতে তুমি যেন বিচলিত হয়ে তরী আন্দোলিত কোরোন, প্রভঞ্জন ! মৃদুমন্দ অমুকুল বায়ু বহু.মান কোরে, যেন আস্ফালন করে সিন্ধুজলে তরী ডুবাওনা, মধুসূদন ! তোমাকে আর বেশী কি বলবে, তুমি আত্মা業。 雏
পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।