পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

樂 ጓ8 শ্ৰীমন্তের মশান গীতাভিনয় । কোরে আমাকে জীর্ণ কোরে তুলেছে, আমাতে আর আমি নাই, পুত্রদের গুণের কথা মনে হোলে হৃদয় ভেদ হয়ে যায়। গঙ্গা । সরস্বতি ! গুণের কথা শুনতে আমি বড় ভালবালি, তোমার পুত্রদের গুণের কথা দু একটা বলনা শুনি ? সরস্বতী। আচ্ছ মা ! বলি শোন ;– ছিল কবি কালিদাস কবিকুল ভূষণ । র্যাহার রচিত গ্রন্থ বিখ্যাত ভুবন ॥ বেদব্যাস বাল্মীকি কবির শিরোমণি । যাদের গুণেতে ধন্য ভারত-জননী ॥ ভবভূতি বররুচি বান ভট্ট আদি । ভারতে ছিলেন তারা বিদ্যার জলধি | পুরাণ আদি কাব্য শাস্ত্র করিয়া রচন। সমুজ্জ্বল কোরেছিল ভারত বদন। অলঙ্কারে অলঙ্কৃত ছিল সৰ্ব্বজন। জ্যোতিৰ্ব্বিদ সুপণ্ডিত ছিল অগণন ॥ বেদ তন্ত্র পাতঞ্জল ন্যায় দরশন | সৰ্ব্বশাস্ত্রে পারদর্শী ছিল পুত্ৰগণ । ধৰ্ম্মশাস্ত্ৰ সদা চর্চা করিত মুখেতে । সকলের মতিগতি ছিল স্বধৰ্ম্মেতে || স্মরিলে তাদের গুণ হৃদি বিদরায় । । নেত্রজলে বক্ষ ভাসে করি হায় হয়। ( গীত ) আমি বোল বে। কি তোমারে। , পুত্ৰশোকে দিবানিশি ভাসিডেছি মাখিনীরে।