পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলে কামিনী দর্শন। ዓ¢ তোমারও যে দশা, আমারও সেই দশা, কৃষ্ণচন্দ্র যাওয়া পৰ্য্যন্ত যমুনারও জাক জমক একেবারে উঠে গিয়েছে। দুঃখের নাহি অবধি, বাড়িছে শোক জলধি, কাদি বোসে নিরবধি, বিধি বাদি আমারে। যখন ছিল মস স্থান, তখন ছিল অামার মান, এখন পদে পদে অপমান, নাই মান আর সংসারে ॥ গঙ্গা । ভগ্নি যমুনা ! তুমি কেমন আছ? যমুনা। দিদি । আমার দুঃখের কথা আর বোলোন, যখন ছিল কৃষ্ণচন্দ্র ব্রজেতে উদয় । তখন ছিল যমুনার সুখের উদয় | ব্ৰজবাসী ব্রজনারী যত কুলবালা । পুজিতে আসিত সবে লয়ে পুষ্প ডালা । নানা জাতি পুপ তুলি অতি সযতনে । আসিত শ্ৰীমতি সহ গজেন্দ্র গমনে ॥ কোকিল নিন্দিত কণ্ঠ মধুর স্বরেতে। সুমধুর কৃষ্ণ নাম করিতে করিতে। ললিত মধুর স্বর মিশায়ে তানেতে । সুমন্দ গতিতে সবে গাইতে গাইতে ॥ শুনিয়া মোহন গীত হতাম মোহিত। আনন্দেতে প্রাণ মন হত পুলকিত। তরঙ্গ রূপ বাহুতুলে হর্ষে নাচিতাম। : কুল কুল স্থনি করে আমিও গাহিতাম। সন্ধ্যাকাল হোলে পরে যত ব্রজনারী। আরতি করিত আসি রাই সঙ্গে করি |