পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃS› শ্ৰীমন্তের মশান গীভাভিনয় । নাহি আর যমুনার সে সৌন্দর্য্য শোভা । অস্তমিত হইয়াছে মনো লোভা প্রভা ৷ নাহি আর সেই দিন সূৰ্য্য তনয়ার। ঃখিনীর মত করি সদা হাহাকার ॥ (পদ্ম সহ ভগবতীর প্রবেশ । ) গঙ্গা । ভগ্নি ! তুমি যে এখানে ? w ভগবতী। দদি! বিশেষ কাযের দরুন তোমার নিকটে এসেছি । গঙ্গা। কি কায কোতে হবে বলেন, যদি আমার দ্বারা সে কার্য হয়, তাহোলে অবশ্যই কোৱা ? ভগবতী । দিদি ! এমন কিছুনয়, তবে—(নিরব ) গঙ্গা । দিদি ! এমন কিছুই নয় তার পর তবে বলেই যে নিরব হোলে ? আমার কাছে বলতে কুষ্ঠিত হচ্ছ কেন ? কি কথা বলনা ? ভগবতী। দিদি । ভক্ত খ্ৰীমন্ত আমার অতি শিশু, তাকে আমি কাৰ্ত্তিক গণেশ অপেক্ষীও বেশী ভালবাসি, তার মা আমা বই আর কিছুই জানেন, আমিই তার ধ্যান জ্ঞান, আমিই তার দেহ জীবন মন, শুতে বসতে খেতে সে কেবল আমাকেই চিন্তা কোরে থাকে, তার মা আমার হাতে খ্ৰীমস্তকে সাপে দিয়েছে, কাযেই তাকে আমাকে রক্ষা করতে হবে, আমি এক রক্ষা করি কিরূপে ? তাই ভেবে চিন্তে নিরুপায় ছোয়ে অমরাবতীতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ব্ৰহ্ম, বিষ্ণু, ইন্দ্র, বরুণ, পবন প্রভৃতি দেবগণকে ক্রমন্তের 器 瓣