পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

繁 - 熟 Ե ծ শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । শ্ৰীমন্ত । (স্বগতঃ) কোথা রহিলে মাতা পিতা তারা ত্রিনয়নী । জগন্মাতা জগদ্ধাত্রী ত্রিলোক পালিনী ॥ পোড়েছি ঘোর সঙ্কটে, কেহ নাই নিকটে। তাই মা ডাকি তোমারে কৃতাঞ্জলি পুটে। রক্ষাকালী রক্ষা কর অকুল পাথারে। নহিলে শ্ৰীমন্ত যায় জনমের তরে ॥ আসিবার কালে তার তোমার করেতে । সঁপিয়ে দিয়েছেন মা কাদিতে কাদিতে ॥ সে সব কি ভুলে গেছ নাহি মা মনেতে । তবে আর কারে মাগো ডাকি বিপদেতে ॥ তুমি বই স্ত্রীমন্তের নাহিক সম্বল । তুমিই ভরসা মাগো তুমিই বুদ্ধিবল | তুমিই সাহস মাগো জীবন সঙ্গতি । তোমা বিনা এ দাসের নাহি অন্যগতি | তোমা বই অন্য কিছু জানিনা জননী। তুমি জ্ঞান তুমি ধ্যান তুমি মহাপ্রাণী । তোমার সাহসে মাগো ভেসেছি পাথারে । তোমা বিনা কেবা বল দুস্তরে নিস্তারে | সঙ্কটে শরণাগত সঙ্কট হারিণী। সাগরে সন্তানে দাও শ্ৰীপদ তরণী | ( গীত। ) কুরু কৃপালেশং এ দীন হীনে। ও মা হুগে দুগে গে। একবার দয়া করে এস এখানে ॥