পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brえ শ্ৰীমস্তের মশান গীতাভিনয় । ( গীত । ) কোথায় আছ মা ওগো জগৎ জননী । একবার দেখা দেম দীন তারিণী ॥ জল যাত্র কালে, দুর্গ। দুর্গ বোলে, ভেসেছি অকুল পাথারে, ওমা তোমার কুপ বল করিয়ে সম্বল, উঠেছি ভরণী পরে, (বিপদ যাবে বোলে) ওমা অকুলের কুল পাব বোলে ) শুনেছি মা দুর্গ নামে, জীবে তরে দুর্গমে, তবে কেন মরি তুর্গে অকুল তুফানে, ( না জাসে আর ধরাধামে, পদে স্থান পায় অস্তিমে, ) ন ধরে দুরন্ত যমে, যায় জীবে মোক্ষধামে, যদি দেখা না দাও দুর্গে নামে কলঙ্ক হবে ভারিণী । ঐীমন্ত । (স্বগতঃ) হায় হায় ! এত কোরে তারা মাকে তারা তারা বলে ডাক লেম, কৈ তারা মাতো তাকালেন না ? হে দেব প্রভঞ্জন ! হে নবীন মেঘমণ্ডল ! দেবী ভগবতী তো মুখতুলে চাইলেন না, আপনারাই না হয় কৃপা করুন,হে পবন দেব ! প্রতিকুল বায়ু আর বহন করোনা ! দাসের প্রতি অমুকুল হয়ে অমুকুল বায়ু বহন কর। হে দেব নবজলদ জাল! আর মূষল ধারে বারি ব্যর্ণ করেন, বিনয় করি, কৃপাকরি বারিবষণে বিমুখ হও, ওমা স্রোতস্বতি! দুঃখিনীর সন্তান বলে কি আপনিও বাম হলেন ? তবে আমার গতি কি হবে মা ! সকলই যখন নিদয় হলেন, তখন আমি কোথায় যাই, কোথায় গিয়ে দাড়াই, কোথায় গিয়ে কাদি, কারে বিপদ জানাই, মা ! দুঃখিনী মা রইলেন দেশে, আর এক মা রইলেন কৈলাসে, তারাতে আমার বিপদ দেখতে পাচ্ছেন না, ওম! 韃 渐