পাতা:কমলেকামিনী দর্শন.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

切8 শ্ৰীমস্তুের মশান গীতাভিনয় । ভগবতী। খুল্লনার অঞ্চলের ধন হৃদয়ের মণি ! ভয় কি ? আমি যে তোর রক্ষাভার গ্রহণ করেছি, জলযাত্রা কালে তোর মা যে তোরে আমার হাতে সঁপে দিয়েছে, আমি যে তোর সঙ্গে সঙ্গে বেড়াচ্ছি, বাপ ! আর র্কাদিস নে, একবার দেবতারা তোর ভক্তি পরীক্ষা কল্লেন, আমি যে তোর কেমন ভক্ত বৎসল মা, সেইটে তারা একবার ভাল কোরে দেখলেন, যাদু! আর কোন চিন্তা নাই, আর বড় বৃষ্টি নাই, তরঙ্গও নাই, সকলই শান্তমূৰ্ত্তি ধারণ কোরেছেন, বৎস! মগ রাও শান্তি পূর্ণ দেখ। শ্ৰীেমন্ত । মা ! তুমি যার মা, তার ভয় কি মা ? মা ! তোমার দয়াতেই শ্ৰীমন্ত আজ বিপদ হতে রক্ষা পেলে, ওমা অভয়ে! তুমি যারে অভয় দাও, তার ভবভয় দূরে যায়। মাগো ! তোমার সাহসে পিতার অন্বেষণে যাচ্ছি, আশীৰ্ব্বাদ কর, যেন পিতার চরণ দেখে মন সাধ পূর্ণ করতে পারি, পিতাকে ভবনে এনে মার দুঃখ দূর করতে পারি। ভগবতী। যাও বৎস! সচ্ছন্দে যাও,আমি সকল বিপদে রক্ষা করবে, যখনই আমাকে স্মরণ কোর্বে, তখনই উপস্থিত হব । নাবিক। আরে বাই মাঝি ! আমিত বাই দেকে শুনে অবাক হনু, হুদাগর মশায় দুর্গ দুর্গ বলে ডাকছেন, দুর্গা মা এসে লার মদি ভচাং কোরে উঠে পড়লেন। শ্ৰীমন্ত । চল চল কর্ণধার কি ভয় আমার । ঐদুর্গানামে তরিব বিপদ পারাবার। চল চল শীঘ্ৰ চল বিলম্ব কোরোনা । পিতার চরণ দেখি পুরাব বাসনা।