Sbr করুণা কুমারপার্দীয় মঙ্গহস্তাশ্বনৌবলাধিকৃত অগ্নিগুপ্তের রথ বা হস্তী সম্ৰাটসকাশে প্রবেশ করিতে পারে ” সৈনিকের উক্তি শেষ হইবার পূৰ্ব্বে একটি ক্ষুদ্র শ্বেতবর্ণ অশ্বপুষ্ঠে জনৈক দীর্ঘাকার গৌরবর্ণ ফুরক তোরণদ্বারে উপস্থিত হইল। তাঙ্গর পশ্চাতে দশপংক্তিতে শতজন অশ্বারোতী সেন, তোরণের সম্মুখে আসিয়া অভিবাদন করিল। মহাপ্রতীহার পুনৰ্ব্বার অভিবাদন করিলেন, তোরণের অশ্বারোঙ্গ ও পদাতিক সেনা অভিবাদন করিল। একজন সেনা বলিয়া উঠিল, “যুবরাজের জয় হউক।” সঙ্গে সঙ্গে সমস্ত সেনা জয়ধ্বনি করিয়া উঠিল, উষ্ঠান প্রাস্তে সমবেত প্ৰতীহার রক্ষিগণ তাহা শুনিয়া মহাশব্দে জয়ধ্বনি করিয়া উঠিল। স্বরাজ তোরণ-পথে দাড়াইয়া অভ্যাস কোষমুক্ত করিয়া অভিবাদন করিলেন । তরুণ সেন তাতার সঙ্গীকে জিজ্ঞাসা করিল, “ইনি বোধ যুবরাজ ?” “ই ; যুবরাজের সঙ্গে যে অশ্বারোটা সেন দেখিতেছ, ইতারা সুবরাজের শরীররক্ষী সেনা । ইহারা মালববাসী, শকসদ্ধে ইহারা অসম্ভব বলবীর্যা প্রকাশ করিয়া সৌরাষ্ট্রমণ্ডল অধিকার করিয়া ছিল। ইগরা সৰ্ব্বদা দ্বন্দগুপ্তের জষ্ঠ মরিতে প্রস্তুত। আবার যখন সদ্ধ বাধিবে তথন মালবের কৃষ্ণ অশ্বারোহিগণ সাম্রাজ্যের সকল সেনার সম্মুখে থাকিবে । ইহারা সাম্রাজ্যের অশ্বারোহী সেনার নাসীর ।” দেখতে দেখিতে আর একখানি রথ আসিয়া উপস্থিত হইল । মহাপ্ৰতীহার অভিবাদন করিলেন, সেনাগণ অভিবাদন করিল। রথারোহী রথ হইতে অরতরণ করিলেন । তরুণ সেন তাহার সঙ্গীকে জিজ্ঞাসা করিল, “ইনি কে ?” সঙ্গী কহিল, “চিনিতে পারিলাম না। দেখ ভাই, আজিকার উষ্ঠান-বিলাসটা নূতন ধরণের, সম্রাট উদ্যান-বিলাসে আসিলে তরুণী নর্তকী আসে, সুন্দরা গায়িকা আসে, শত শত বাদক আসে, পুরমহিলারা আসেন, সমস্তদিন আমোদ প্রমোদে অতিবাহিত হয় কিন্তু আজিকার নর্ভুকী বৃদ্ধ দামোদর শম্মী, গায়িক মহারাজপুত্র ও বাদক বোধ
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।