Y о о করুণ সেনা আছে তাঙ্গ মুষ্টিমেয়, অন্ততঃ পঞ্চ লক্ষ সেনা না হইলে উষ্ঠান ও সিন্ধুদেশে গিরিসঙ্কট রক্ষা করা অসম্ভব হইয়া উঠিবে। বৰ্ব্বরজাতি গিরিসঙ্কট পার ই চলে পঞ্চনদ রক্ষার জন্ত পঞ্চ লক্ষের স্থানে লক্ষ আবখ্যক হুইবে । সাম্রাজ্যের বিষয়ে বিষয়ে ভুক্তিতে ভূক্তিতে যে সকল শিক্ষিত সেনা আছে তাহাদিগকে এখনই শতদ্রুতীরে প্রেরণ করা হউক । পঞ্চনদ ও মধাদেশের সেনা আমার সহিত জালন্ধরে প্রেরিত হউক। সৌরাষ্ট্র, সিন্ধু, আনন্ত ও মালবের সেনা হরিগুপ্তের সহিত সপ্তসিন্ধুর মুখে অপেক্ষ করিবে । মাগধ ও গৌড়ীয় সেনা মহাসেনাপতির সঠিত যত শীঘ্র সম্ভব জালন্ধরে যাইবে । সৌরাষ্ট্র হইতে চক্রপালিত, মালব হইতে বন্ধুবৰ্ম্ম, প্রতিষ্ঠান হইতে তমুদত্ত, পাটলিপুত্র হইতে স্কন্দ ও হর্ষ এবং পুণ্ডদ্ধন হইতে ভানুমিত্র আমার সহিত গমন করুক। পিতৃব্য স্বয়ং যুদ্ধের ভাণ্ডাগারাধিকৃত হইবেন এবং মহা ভাণ্ডাগারাধিকরণ এক মাসের মধ্যে কোটি সুবর্ণ জালন্ধরভাণ্ডারে প্রেরণ করিবেন এবং প্রতিমাসে কোটি সুবর্ণ পাটলিপুত্র হইতে পঞ্চনদে প্রেরিত হইবে । ইহা যদি সম্ভবপর না হয় তাঙ্গ ইহলে সাম্রাজ্য রক্ষা অসম্ভব হইবে । দামোদর । বৎস, বিষ্ণুভদ্র ও বুদ্ধভদ্রের আগমনের পূৰ্ব্বে আমরা ইণযুদ্ধের গুরুত্ব বুঝিতে পারি নাই। তুমি যাহা চাহিতেছ তাহাই পাইবে । অগ্নি হুইতে সাম্রাজ্যের সামান্য গৌল্মিক পৰ্য্যন্ত তোমার আজ্ঞাধীন থাকিবে। আবগুক হইলে আমি পুরুষপুর যাইব এবং মহারাজ স্থানীশ্বরে থাকিবেন। গোবিন্দ । আপনাদিগকে পাটলিপুত্র ত্যাগ করিতে হইবে না । শোণগর্ভে স্রোতের মুখে একটা দগ্ধ মৃৎপাত্ৰ ভাসিয়া যাইতেছিল, সেট। সোধ-তোরণের সম্মুখে আসিয়া স্থির হইয়া দাড়াইল, তাহার পর ধীরে ধীরে তীরে আসিয়া লাগিল । মহাপ্রতীহার তাহা দেখিয়া ধীরে ধীরে নদীগর্ভে অবতরণ করিলেন । উদ্যান-সীমার বাহিরে একখানি ক্ষুদ্র নৌকা অপেক্ষা করিতেছিল, মহাপ্রতীহারের ইঙ্গিতে তাহা মৰ্ম্মর-সৌধের নিম্নে wo.
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।