পঞ্চম পরিচ্ছেদ مساحه تصنیفسنجیح -سسس অগ্নি ভুল তমাহুতি হিমানীমণ্ডিত তুষার-ধবল নগরাজিবেষ্টিত ক্ষুদ্র উপত্যকা, তাহার একপাশ্বে একটি বৃহৎ নদী। নদীর এক কূলে অভ্ৰভেদী পৰ্ব্বতশ্রেণী ও অপর কুলে শুামল তৃণক্ষেত্র। একটি সঙ্কীর্ণ পাৰ্ব্বতাপথ নদীর উত্তর তীরে আসিয়া জলে মিশিয়াছে । দক্ষিণ তীর হইতে আরব্ধ হইয়া একটি পথ ক্ষুদ্র উপত্যকা অতিক্রম করিয়া, পুনরায় উপত্যকাসীমান্তে পৰ্ব্বতে আরোহণ করিয়াছে, ইহাই বাহুলীক নগরের পথ । উত্তরস্থিত পৰ্ব্বতশ্রেণীর পশ্চাতে মধ্য এসিয়ার শত শত ক্রোশব্যাপী মরুভূমি—মরুভূমির পরপার তখনও সভ্যজগতে অপরিচিত । ক্ষুদ্র উপত্যক চিরদিন জনশূন্ত। তাহার দক্ষিণে বালীকের শস্তষ্ঠামলা সমতল ভূমি ; এই উপত্যক মুসলমানবিজয়ের পূৰ্ব্বে উত্তরাপথের তোরণদ্বার ছিল। পারসিক, শক, হ্ণ প্রভৃতি আৰ্য্যাবর্ত-বিজেতৃগণ এই পথে উত্তরাপথে প্রবেশ করিয়াছিল। অতি প্রাচীনকাল হইতে এই নদীতীর্থে একটি পাষাণনিৰ্ম্মিত ক্ষুদ্র দুর্গ ছিল। উত্তরাপথে একছত্র-রাজশক্তি যখন সুদৃঢ় ভিত্তির উপর স্থাপিত ছিল, তখন উত্তরাপথের সেনা সুদূর পাটলিপুত্ৰ হইতে আসিয়া এই নদীতীর্থ ও ক্ষুদ্র দুর্গ রক্ষা করিত। উত্তরাপথে রাজলক্ষ্মী চঞ্চল হইলে এই নদীতীর্থ অরক্ষিত থাকিত ; তখন বুভুক্ষপীড়িত মরুবাসী—শত শত, সহস্ৰ সহস্ৰ সংখ্যায়,—এই ভারণপথে উর্বর শস্তশু্যামল উত্তরাপথ প্লাবিত করিয়া লক্ষ লক্ষ নরনারীর রুধির-ধারায় মেদিনী রক্তরঞ্জনে রঞ্জিত করিত। গ্রীষ্মের উষাকালে একদিন সহস্ৰ অশ্বারোহী সেই ক্ষুদ্র উপত্যকায়,
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।