অষ্টম পরিচ্ছেদ >QQ লজ্জায় অধোবন হইলেন। লজ্জিত পরিচারকবর্গ দুরে সরিয়া গেল। অনন্ত কহিল, “বল, আমাকে আর ত্যাগ করিবে না ?” আবার চিন্তা । অনন্ত অঙ্গরাতুলা, দেবভোগা—এমন রূপ জগতে অতুলনীয়া। অনন্ত সঙ্গে যাইতে চাহে; আবার পাটলিপুত্রে যাইতে চাহে । সে কি আবার পট্টমহাদেবী হইতে চাহিবে ? আবার কি বেশুকস্তার পাদস্পশে পবিত্র আর্যাপট্ট কলুষিত হুইবার ভয়ে গুপ্তসাম্রাজ্যের অভিজাতকুল চঞ্চল হইয়া উঠিবে ? আর মহাদেবী ?—ীন্দগুপ্তের মাতা ? তিনি ত গুপ্তকুললক্ষ্মী ! অনন্ত র্তাহার সহিষ্ক যদি পাটলিপুত্রে যায়, তাহা হইলে কি আবার সে শুভ্র প্রশান্ত ললাটে চিন্তার রেখা দেখা দিব? পতির সন্তোষবিধানের জন্য পতিপরায়ণ মহাদেবী সৰ্ব্বস্ব ত্যাগ করিতে প্রস্তুত। কিন্তু করুণ বলিয়াছিল মহাদেবী শু্যামামন্দিরে দেবীমুষ্টির হস্ত হতে খড়গ লইয়া আত্মবলি দিতে প্রস্তুত হইয়াছিলেন। অনন্ত কি আর্যাপট্টে উপবেশন করিতে চাহিবে ? - হয় ত চাৰ্চিবে না। হয় ত চাহিবে। জরাজীর্ণ বৃদ্ধে এমন কি আকর্ষণী শক্তি আছে যে, তাহার জন্ত তরুণী রূপসী তাহাকে ভজনা করিবে !—অর্থলোভ ?—ন। রাজালোভ ? পাটলিপুত্রে বহু গণিকা গুপ্ত-সাম্রাজ্যের পটুমহাদেবী অপেক্ষ ধনশালিনী । আবার বৃদ্ধের শীর্ণ গণ্ডস্থলে উষ্ণ বারিবিন্দু পতিত হইল, বিবেকবাণী ভাসিয়া গেল, বৃদ্ধ সম্রাট আকুলকণ্ঠে কহিলেন, “অনন্ত, কঁাদি ও না, আর কখনও তোমাকে ত্যাগ করিব না ।” অশ্রুধারা শুকাইয় গেল, পাপীয়সী সৃষ্টচিত্ত্বে পুনৰ্ব্বার বৃদ্ধের মুথচুম্বন করিল। সম্রাটের আদেশে রথ চলিল। সমুদ্রগুপ্তের পৌত্র, চন্দ্রগুপ্তের পুত্র, পরমেশ্বর পরমভট্টারক পরমবৈষ্ণব মহারাজাধিরাজ কুমারগুপ্তদেব বেস্তাকস্তার আলিঙ্কনপাশে আবদ্ধ হইয়া পবিত্র অবমুক্তক্ষেত্রে প্রবেশ করিলেন । রথ চলিয়া গেল, উল্কার আলোক দূরে সরিয়া গেল, আবার অন্ধকার ό
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।