➢ ዓ 8 করুণ করিলেন, “কৃষ্ণ গুপ্ত কোথায় ?” উত্তরে পট্টমঙ্গদেবী কছিলেন, “আমি কি জানি, তুমি কাগকে জিজ্ঞাসা করিতেছ?” কুমার গুপ্ত অধিকতর বিস্মিত হইয়া চতুদিকে দৃষ্টিপাত করিলেন। তিনি দেখিলেন তোরণ জনশূন্ত, অলিন্দ জনশূন্ত, এমন কি প্রাসাদ-চত্বর পর্যান্ত জনশূন্য । অনতিদূরে একজন দণ্ডপর জনৈক দোরারিকের সঠিত আলাপ করিতেছিল, সম্রাটের আহবানে সে নিকটে আসিল । কুমার গুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন, SBB DK BBBB S ggBB ggBBBB BB BBBB BBB BBBS SkBBS BBB BBBB BBB S BBBK BB DD BBB BB SBB কোথায় গিয়াছে ?” “বলিতে পারি না।” “তোরণে প্রতাহার নাই কেন ?” “দেব, তাঙ্গ ও বলিতে পারি না।” * * শ্রেণীবদ্ধ শূন্য সুখাসনরাশির মধ্য দিয়া প্রাচীন সম্রাঢ় ও নবীন সম্রাজ্ঞী আর্য্যপটের দিকে অগ্রসর হইলেন । দণ্ডধর ও দেীবারিকগণ আর্ম্যপটের পাশ্বে শ্রেণীবদ্ধ হইয়া দাড়াইল । সেইদিন শূন্য সভামণ্ডপে কুমার গুপ্তের দ্বিতীয়া পট্টমহাদেবী পবিত্র আর্য্যপট্রে পদার্পণ করিলেন । নাগরিকগণ জয়ধ্বনি করিল না, শঙ্খধ্বনি হইল না, কুলমহিলাগণ মঙ্গলধ্বনি উচ্চারণ করিলেন না,—কেবল এক বৃদ্ধ দেীবারিকের শীর্ণ গণ্ডস্থল বহির দুইটি অশ্রুবিন্দু পতিত হইল। সে প্রথম পট্টমহাদেবার আর্য্যপটে আরোহণ দশন করিয়াছিল । শূন্ত সভামণ্ডপে দীর্ঘকাল নীরবে বসিয়া থাকিয় নবীন পট্টমহাদেবী চঞ্চল হইয়া উঠিলেন। তিনি আর্য্যপটে বসিয়া জনৈক দণ্ডধরকে জিজ্ঞাসা করিলেন, “পিতা কোথায়?” দণ্ডধর নূতন পট্টমহাদেবীর বংশপরিচয় অবগত ছিল না, সে আশ্চৰ্য্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিল, “দেবি, আপনার পিতা ?” “হঁ৷ ” “তাহাকে ত চিনি না।” “তুমি চন্দ্রসেন শৰ্ম্মাকে চেন না ?” “র্তাহাকে চিনি, তবে—” “তিনি কোথায় ?” “অন্তঃপুরে ।” “র্তাহার কি নিদ্রাভঙ্গ হয় নাই ?” “না।”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।