ত্রয়োদশ পরিচ্ছেদ SMLSS SLLLAAAASAAAS আলহী ক্রী। কৃষ্ণমন্মরনিৰ্ম্মিত বাতায়নপথে দিবসের দ্বিতীয় প্রহরের তীব্র স্বৰ্য্যালোক শুভ্ৰমৰ্ম্মরনিৰ্ম্মিত দর্পণের ন্যায় মন্থণ গৃহতলে পড়িয়া, প্রাচীরে ও ছাদে প্রতিফলিত হইতেছিল। সেই কক্ষে সুবর্ণপ্রজতখচিত দ্বিরদরদনিৰ্ম্মিত খট্রায় মুক্তাখচিত অ’ শুকের চন্দ্ৰাতপতলে এক গৌরবর্ণ যুবা নিদ্রিত ছিল। নিদি ত ব্যক্তি যৌবনের শেষসীমায়ু পদার্পণ করিয়াছে, তাহকে প্রৌঢ় বলিলে ৪ চলে । কারণ, তাতার মস্তকের বহুকেশ শুভ্র ইয়াছে । তাতার আকণবি শান্ত নয়নদ্বয়ের কোণে, কাকপাদ দেখা গিয়াছে, বঙ্গোধৰ্ম্মে প্রশস্ত ললাট রেখাঙ্গিত হইয়াছে । যুবক ব্রাহ্মণ, তাহার প্রশস্ত শুভ্র বক্ষস্থলে যজ্ঞোপবীত লম্বমান, তথাপি তাঙ্গাকে দেখিলে ভক্তির পরিবর্ত্তে ঘৃণার উদেক হয় । তাতার মুখের চতুষ্পার্শে অসংখ্য মক্ষিক উড়িয়া বেড়াইতেছিল, তাহাদিগের উপদ্রবে প্রৌঢ় যুবকের নিদ্রার বাঘাত ঘটিতেছিল । দ্বিতীয় প্রত্নর উত্তীর্ণ হইলে জনৈক দণ্ডধর ধীর পাদবিক্ষেপে প্রবেশ করিয়া-ডাকিল, “প্ৰভু !” প্রভু তখন গভীর নিদ্রায় অচেতন, দণ্ডধরের মৃদু আহবান গভীর কাদম্ববিহবলতা নিমেঘের তরে ও দূর করিতে পারিল BB S S BBBBBB BBBS BBBS BBBB BBBS BB BB BBB পরে ফিরিয়া আসিয়া পুনৰ্ব্বার ডাকিল, “প্ৰভু !” তখনও তাহার আহবান মদ্যপের কাদস্বরুদ্ধ কণে প্রবেশ করিল না । সাহসে ভর দিয়া দণ্ডধর খট্রর নিকটে গেল এবং মদ্যপের পদদ্বয় আকর্ষণ করিয়া ডাকিল, “প্ৰভু!”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/১৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।