দশম পরিচ্ছেদ ૨? > তীরে সহস্ৰ সহস্ৰ অশ্বারোহী তাহ শুনিল এবং তারস্বরে কহিল, “যাহা করিতে আসিয়াছি তাঙ্গ করিব, তোমার সহিত মরিতে আসিয়াছি, মরিব ।” রজনীর দ্বিতীয় যামের মধ্যভাগে অন্ধকারময় শতদ্রুতীর সহসা সহস্ৰ সহস্র উল্কার আলোকে উজ্জল হইয়া উঠিল, বিকট চীৎকার করিতে করিতে অসংখ্য অশ্বারোঙ্গ দ্রুতবেগে শতদ্রু অভিমুখে অগ্রসর হইতেছিল, শতদ্রুর সহস্র হস্ত দূরে হঠাৎ তাতাদিগের গতিরোধ হইল, চীৎকার থামিয়া গেল, সুশিক্ষিত অশ্বারোঙ্গ সেনা মুহূৰ্ত্তমধ্যে সূদ্ধের জন্ত প্রস্তুত হইয়া দাড়াইল । তাঙ্গাদিগের সম্মুখে সহস্ৰ সহস্র বর্শা ও শূলফলকমিম্মিত প্রাচীর, নদীতীর্থের পথ রোধ করিয়াছিল । বহুকাল পরে বাধা পাইয়া হণসেনা স্তম্ভিত হইল, কিন্তু সে স্তম্ভন ক্ষণস্থায়ী, মুহূৰ্ত্তপরে প্রকৃতিস্থ হইয়া তৃণসেন শূলফলক ও নরদেহনিৰ্ম্মিত প্রাচীর আক্রমণ করিল। সে ভাষণ আক্রমণের বেগে ও প্রাচীর কম্পিত হইল না, সহস্ৰ সহস্ৰ হতাহত বন্দী পশ্চাতে রাখিয়া হণসেনা পশ্চাদপদ হইল। তখন অন্ধকার ভেদ করিয়া দক্ষিণ ও বামদিক তইতে শূল ও ভল্পে গঠিত আর দুইটি প্রাচীর ভীষণবেগে চূণসেনা আক্রমণ করিল, বৰ্ব্বর সে আক্রমণের বেগ সহিতে না পারিয়া যে যেদিকে পাইল, সেইদিকে পলায়ন করিল। অন্ধকার হইতে নির্গত হইয়া ইদল আশ্বারোষ্ট্রা এক ক্রোশ পর্য্যন্ত তাহাদিগের পশ্চাদ্ধাবন করিল, যে সমস্ত কুণ পলায়ন করিল, তাহার হণসেনার নাসীর মাত্র। পশ্চাতে অগণিত, অসংখ্য পদাতিক ও অশ্বারোঙ্গ আসিতেছিল, তাহারা পলায়নপর নাসীরগণকে দেখিয়া স্থির হইয়া দাড়াইল। অশ্বারোষ্ট্ৰী ও পদাতিক সেনা পশ্চাদ্ধাবন পরিত্যাগ করিয়া শতদ্রুতীরে বৃহের নিকট ফিরিয়া গেল, বৃষ্টিশীর্ষে একজন তরুণ বোদ্ধা দাড়াইয়াছিল, একজন অশ্বারোহী তাহাকে জিজ্ঞাসা করিল, “হর্ষ, সংবাদ কি ?” তরুণ যোদ্ধা কহিল, “আৰ্য, সংবাদ শুভ ” “যাহারা পলাইল তাহারা নাসীর মাত্র, প্রকৃত হুণবাহিনী এখনই আসিবে।”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।