求や8 করুণ; বসাইল । তরুণী রূপসী কৃতদাসী সুবর্ণপাত্রে রক্তাভ মদির ঢালিয়া বুদ্ধের হস্তে দিতে গেল, বুদ্ধ কঠিল, “দেবি, এখন উপোসথ, মদ্যপান করিব না ।” প্রথম রমণ কঠিল, “তোমার ধৰ্ম্মমতি কতদিন ইয়াছে ?” ইন্দ্ৰলেখা মুখ ফিরাচয় কঠিল, “মদমিকে, উহার সঠিত বাক্যালাপ করিও ন}, আমি কুৎসিত, বৃদ্ধ, আমার অনুরোধ কেন রাখিবে ? পথে যদি কোন নবযৌবনপুষ্পিত তরুণ অনুরোধ করে তাহা হইলে আকণ্ঠ গোঁড়া পান করিয়া পুলিশবা গ্রহণ করবে।" বুদ্ধ সঙ্ঘস্থবির উত্তর না দিয়া দাসীর হস্ত হইতে পানপাত্র গ্রহণ করিল এবং এক নিশ্বাসে পাত্র শেষ করিয়া কহিল, “দেবি, ভগবান বুদ্ধকে তোমার চরণে জলাঞ্জলি দিলাম, এইবার প্রসন্না হওঁ। বলি ব্রাহ্মণ-কুলাঙ্গার চন্দ্রসেন এত কি মুকুতি করিয়াছিল ?” মদিরা-রক্ত নেত্র ঘৃণিত করিয়া ইন্দ্ৰলেখা কঠিল, “রসিকতা রাখ, অনেক সংবাদ অাছে।” দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বৃদ্ধ সঙ্ঘস্থবির কহিল, “দেবি, অনন্তাকে আর্য্যপট্রে স্থাপন করিয়াছি, বৃদ্ধ কুমার গুপ্তকে মেঘশাবকের দ্যায় তোমার কন্যার প্রেম-রঞ্জুতে বন্ধন করিয়াছে ; বিশাল গুপ্তসাম্রাজ্য তোমার চরণারবিন্দে নৈবেদ্য দিয়াছি, তথাপি পদপ্রান্তে রাখিলে না ইন্দ্রলেখে ? চন্দ্রসেন তোমার কি করিয়াছে ?” মদনিকা হাসিয়া কহিল, “তাই যদি বুঝিতে, তাহ হইলে কি এমন করিয়া মরিতে ?” ইন্দ্রলেখা কহিল, “সঙ্ঘস্থবির, স্থির হও, নূতন সংবাদ শুনিয়াছ ?” “না।” “স্কন্দ বারাণসীতে আসিয়াছে।” মদনিক । তবে এইবার কণ্টক দূর করিবে বুঝি ? হরি। চেষ্টার ক্রটি করিব না। ইন্দ্র । আগে সকল কথা শুন, তাহার পরে চেষ্টা করিও । হরি। আর কি সংবাদ আছে ? : ইন্দ্র । বৃদ্ধ শৃগাল কি করিতেছে জান ? হরি । না ।
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।