ミWとbr করুণা তারণে আসিয়া উপস্থিত হইল। সমবেত লক্ষ লক্ষ নাগরিকের জয়ধ্বনিতে গগন বিদীর্ণ হুইল, লক্ষ লক্ষ শঙ্খ বাজিয়া উঠিল, তোরণে যুবরাজ ভট্টারকপাদায় মহামী দামোদর শম্মী, নগরের উপরিক নুতন মহা প্রতাঙ্গর ও অন্তত রাজপুরুষগণ সুব?াজ ভট্টারক পরমবৈষ্ণব মহারাজ স্কন্দ গুপ্তকে অভ্যর্থনা করিলেন । বুদ্ধ মহামন্ত্রী সাশ্রনয়নে, তাহাকে আলিঙ্গন করিয়া মুখচুম্বন করিলেন এবং সেই অবসরে তাঙ্গর কণমূলে অর্কুটস্বরে কছিলেন, “ভাই, সভান গুপে সাবধান!" যুবরাজের সঙ্গিগণ যখন দামোদর শম্মাকে প্রণাম কখিলেন, তখন বৃদ্ধ কতিলেন, “তুণ-যুদ্ধে যেমন মাগধসেনার মুখ রাখিয়াছ, তেমন করিয়া আজ গুপ্তবংশের সম্মান রক্ষা করি ৪ ।” সকলে সহাস্তবদনে সামরিক প্রথায় বৃদ্ধ মহামাকে অতুিবাদন করিলেন । সুবরাজের সঠিত বাহুলীক হইতে পঞ্চাশত সহস্ৰ অশ্বারোগ আসিয়াছিল, তাহারা শ্রেণীবদ্ধ হইয়া পাটলিপুত্র নগরে প্রবেশ করিল, সৰ্ব্বশেষে যুবরাজ ভট্টারক স্কন্দ গুপ্ত সঙ্গিগণ পরিবৃত হইয়া প্রাসাদাভিমুখে যাত্র করিলেন। পথের উভয় পাশ্বে অবস্থিত গগনস্পর্শী অট্টালিকাসমূহের অলিন্দ ও বা তারন হইতে মুষলধারে লাজ, শ্বেতপুষ্পমালা কুস্কুম ও গন্ধবারি বর্ষিত হইতে লাগিল । শোভাযাত্র কিরৎক্ষণ চলিয়া একটি কৃত্রিম তোরণের নিম্নে উপস্থিত হইল, সহসা জয়ধ্বনি থামিয়া গেল, সঙ্গে সঙ্গে শত শত বামা কণ্ঠ হইতে সঙ্গীতধ্বনি উত্থিত হইল । “কে যায় ? কাহার বিজয়ুবাহিনীর পদভরে পাটলিপুত্র নগর কম্পিত হইতেছে ? কে সে ? একদিন তাঙ্গর প্রপিতামহ পবিত্র মগধভূমি হইতে অনার্য শকজাতিকে বিতাড়িত করিয়াছিল, অনাৰ্য্যপাদম্পর্শে কলুষিত পিতৃভূমি মাগধরক্ত-প্লাবনে ধৌত করিয়াছিলেন। একদিন শত শত নরপতির মুকুটমণি র্তাহার পিতামহের গরুড়ধ্বজ অলঙ্কত করিয়াছিল, একদিন সমুদ্রগুপ্তের বিজয়বাহিনীর পদভরে সমুদ্র
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।