ত্রয়োদশ পরিচ্ছেদ ২৬৯ ইষ্টতে সমুদ্র পর্যান্ত ও হিমালয় হইতে কুমারিক পর্যান্ত উত্তরাপথ ও দক্ষিণাপথ কম্পিত হইয়াছিল।” - | “কে সে ? মাগধগণ, সে গুপ্ত কুলপুত্র, আর্য্যাবত্তের পরিভ্রাত, রমণী ও শিশুর রক্ষাকত্তা, বক্ষু, বাহুলীক ও শতদ্রর যুদ্ধজেতা । বন্ধুগণ, সে মাগধ, সে পাটলিপুত্রিক, সে আমাদিগের পরমাত্মীয়, তাহার নাম ऋन्झ ?१४ ।” “বষ্ণুপারে পরাজিত হুণরাজকে জিজ্ঞাসা করিও, শত দ্রুতার বিস্তৃত প্রান্তরে কে দশ সহস্ৰ হুণ সেনার গতিরোধ করিয়াছিল ? : তৃণ বিজয়ী মাগধসেনাকে জিজ্ঞাসা কর, বিচলিত কুললক্ষ্মী স্তম্ভনকালে চিরকাল কুহুমায়নে অভ্যস্ত হইয়াও কে কঠিন ভূমি-শয্যায় ত্রিয়াম রজনা অতিবাচিত করিয়াছিল ? ব্রাহ্মণ ও শ্রমণ, রমণ ও শিশু, মন্দির ও শস্তক্ষেত্র রক্ষা করিবার জন্ত কে সুদূর উদ্ভরাপথের তোরণে বিশাল বক্ষ দিয়া হণ প্লাবনের গতিরোধ করিয়াছিল ? বালুকার স্ত,প লহয় কে মহাসমুদ্রের উৰ্ম্মিরাশির গতিরোধ করিয়াছিল ?” * “মাগধগণ, সে ও মাগধ, পাটলিপুত্রিকগণ সে ও পাটলিপুত্রিক । সে আমাদের বন্ধু, মিত্র, পরমাত্মায় । নাগরিকগণ, স্বর্গীয় পটুমঙ্গদেবার পবিত্র নাম স্মরণ করিয়া তাহার হ্ৰণজয় বারপুত্র মাগধসেনাপতি সুবরাজ স্কন্দ গুপ্তকে আহবান কর । নাগরিকগণ, লাজকুসুমকুঙ্কমচন্দন দিয়া হণবিজয়ী রাজপুত্রকে সম্মানিত কর, হস্তষ্টান বন্ধুবৰ্ম্মাকে অভ্যর্থনা কর, হণযুদ্ধে ক্ষতবিক্ষত নায়কগণকে আদর কর, হৰ্ণবিজয়ী পঞ্চাশং সচত্র ধীরকে সাদরে অভ্যর্থন কর।” & গীত শেষ হইল, আবার লক্ষ লক্ষ কষ্ঠোথিত জয়ধ্বনিতে প্রাচীন পাটলিপুত্র নগরের ভিত্তি, কম্পিত হইল, শোভাযাত্র প্রাসাদাভিমুখে চলিল । so প্রাচীন পাটলিপুত্র নগরের সভামণ্ডপ আজি জনপরিপূর্ণ ; অলিন্দে,
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।