ミbr求 করুণ এই সময়ে সন্ন্যাসী কছিলেন, “পুত্ৰগণ, বিশ্রাল কর, সেবা গ্রহণ কর।” তাহা শুনিয়া যুবরাজ কহিলেন, “প্রভু, অরুণার উপর আমার ভাগ্য নির্ভর করে, অরুণার প্রত্যাবর্তনের কথা শেষ না হইলে আমার পক্ষে বিশ্রাম অসম্ভব ; যাহার চিত্ত বিভ্রান্ত তাহার কি বিশ্রাম সম্ভব ?” “তবে আসন গ্রহণ কর ।” & দ্বিতীয় সন্ন্যাসী আসন আনয়ন করিলে সকলে উপধিষ্ট হইলেন । সন্ন্যাসী কহিলেন, “পুত্র, আমার দুই একটি প্রশ্ন আছে ।” সুবরাজ কহিলেন, “জিজ্ঞাসা করুন।” “অরুণাকে যদি এখন বিবাহ কর, তাঙ্গা হইলে কোথায়ু লইয়া যাইবে ?” “পাটলিপুত্রে ” “কোথায় রাখিবে, প্রাসাদে?” “অসম্ভব, মহামন্ত্রী দামোদর শম্মার গৃহে ” “লোক মহারাজাধিরাজকে নিন্দ করিবে, অথচ প্রাসাদ এখন আর ভদ্র কন্যার বাসের উপযুক্ত স্থান নহে ” “নাগবে অথবা সৌরাষ্ট্রে ?” “সম্ভব । আর একটি কথা বিবেচনা কর । যুবরাজ, তুমি গুপ্তবংশের একমাত্র ভরসাস্থল । পুত্র, কেবল গুপ্তবংশ বা সাম্রাজ্য নহে, সমগ্র আর্য্যাবৰ্ত্ত আজি তোমার মুখাপেক্ষী, তুমি আর্য্যাবৰ্ত্ত ও আযাধৰ্ম্মের একমাত্র সম্বল ! তুমি ব্যতীত ভারতে এমন কেহ নাই যে, হুণসমরে আর্য্যপ্রাধান্ত রক্ষা করে। স্কন গুপ্ত, এখন কি তুমি বিবাহ করিয়া গৃহী হইবে, না স্বদেশ ও স্বধৰ্ম্ম রক্ষা করিবে ?” “বিবাহন্তে কি স্বধৰ্ম্ম ও স্বদেশ রক্ষা আমার পক্ষে অসম্ভব হইবে ?” “অসম্ভব হইবে না কিন্তু তোমার চিত্ত স্থির থাকিবে না ।” “তাহ সত্য ।” ব্রীড়াবনতবদনে "অরুণদেবী কহিলেন, “দেব, যে বেগুণকন্যার আবির্ভাবের জন্য পট্টমহাদেবী দেহত্যাগ করিয়াছেন, সে জীবিত থাকিতে যুবরাজের বিবাহে সম্মত হইবে না, আর সে সম্মত না হইলে সম্রাটু অনুমতি দিতে পারবেন না ।” n > বন্ধু। সত্য মহাদেবী ।
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।