ミふ& করুণা আপনাকে বন্দী করিতে আসিয়াছে।” “অসম্ভব, তুমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করিয়া আইস ।” দাস অভিবাদন করিয়া প্রস্থান করিল এবং কিযুৎক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, “দেব, চেীরোদ্ধরণিক আপনার দর্শন প্রার্থনা করে।” দেবধর চেীরোদ্ধরণিককে সেই স্থানে আনয়ন করিতে আদেশ করিয়া শয্যাত্যাগ করিলেন। অবিলম্বে দাস চোরোদ্ধরণিকের সঠিত কক্ষে প্রবেশ করিল এবং গৃহস্বামীকে অভিবাদন করিয়া অবনতমস্তকে দণ্ডায়মান রহিল। দেবধর তাহাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি চোরোদ্ধরণিক ?” সে লজ্জিত হইয়া কহিল, “ই প্রভূ” । “মহাপ্রতাঙ্গরের আদেশে আমাকে বন্দী করিতে আসিয়াছ?” “ছ ” “তুমি জান আমি কে ?” “ই প্রভু।” “তুমি জান যে সামান্ত চোরোদ্ধরণিকের পক্ষে সাম্রাজ্যের মহানায়কগণের অঙ্গে হস্তক্ষেপ করা অসম্ভব ।” “জানি ।” “তবে কেন আসিয়াছ ?” “মহাপ্ৰতীহারের আদেশে ” “তুমি জান যে মহামুদ্রাঙ্কিত পত্র ব্যতীত স্বয়ং মঙ্গপ্রতীহারও আমাকে বন্দী করিতে পারেন না ?” “দেব, আমি দশবৎসর রাজকাৰ্য্যে নিযুক্ত আছি, সাম্রাজ্যের প্রাচীন রীতি মঙ্গপ্রতীহারের সমীপে নিবেদন করিয়াছিলাম !” “শিবনন্দী ত চুণযুদ্ধে, নূতন মহাপ্রতীহার কে ?” “অক্ষয়নাগের পুত্র ভবরুদ্র ” “নুতন মহাপ্রতীহারকে কহিও যে, মহানায়ক দেবধরের গৃহ শোণ্ডিকবীথি নহে ।” f চেীরোদ্ধরণিক অভিবাদন করিয়া প্রস্থান করিল, দেবধর বিবাহের আয়োজন করিতে লাগিলেন। অৰ্দ্ধদও পরে পূৰ্ব্বোক্ত দাস আসিয়া অভিবাদনান্তে কহিল, “দেব, নগরের মহাপ্রতীহার আপনার সাক্ষাৎ প্রার্থনা করেন।” দেবধর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “কি বলিলি ? মহাপ্ৰতীহার ?” দাস কহিল, “ই প্ৰভু ! শতাধিক দণ্ডধর ও প্ৰতীহার গৃহ বেষ্টন করিয়াছে।” “গৃহে কত যোদ্ধা আছে ?”
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/২৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।