প্রথম পরিচ্ছেদ ඵ්ණ් අ মহানায়ক দেবধর উপস্থিত ছিলেন, স্মরণ-চিহ্নস্বরূপ হুণযুদ্ধে ভগ্নশীর্ষ পিতৃদত্ত এই অসি আমি দেবধরকে প্রদান করিয়াছিলাম—” সহসা বৃদ্ধ সম্রাটু সিংহাসন ত্যাগ করিয়া উঠিয় দাড়াইলেন এবং উচ্চৈঃস্বয়ে কহিলেন, “অপেক্ষ কর যুবরাজ, দেবধরকৈ কে হত্যা করিয়াছে ?” সুবরাজ কহিলেন, “মহারাজাধিরাজ মহানায়ক দেবধর আত্মোৎসর্গ করিয়াছেন।” “কেন?” “কুলগৌরব রক্ষা করিবার জন্য।” “কি হইয়াছিল ?” “গণিকা মদনিকার লাঞ্ছনাপরাধে দেবধর সম্রাট সকাশে আসিতে আদিষ্ট হইয়াছিলেন ।” “কে আদেশ লইয়া গিয়াছিল ?” “মহাপ্রতীহার ভবরুদ্র ” “ভবরুদ্র, তুমি আদেশ পত্র কাহার নিকট পাইয়াছিলে ?” ভব। পট্টমহাদেবীর নিকট। $ সম্রাট্ ! দেবি, তুমি আদেশ-পত্র কোথায় পাইলে ? অনন্ত । আমি স্বয়ং আদেশ দিয়াছি । সম্রাট । মহামুদ্রাঙ্কিত পত্র ব্যতীত কোন ও মহানায়ক 'বন্দী হইতে পারে না, দেবি, তুমি কি আদেশ-পত্রে মহামুদ্রাঙ্কন করিয়াছিলে ? অনন্ত । মহারাজাধিরাজ নিদ্রিত ছিলেন বলিয়া আমি স্বয়ং আদেশপত্রে মহামুদ্র অঙ্কিত করিয়াছিলাম । সম্রাট । সৰ্ব্বনাশ ! এই সময়ে বন্ধুবৰ্ম্মা অগ্রসর হইয়া কহিলেন, “মহারাজাধিরাজের জয় হউক, সমাটের আদেশে মহানায়ক দেবধর বিচারার্থ সভামণ্ডপে আনীত হইয়াছেন। মঙ্গরাজ, আমরা অপরাধীর বিচার প্রার্থনা করি।” সম্রাটু সিংহাসনে উপবেশন করিলেন, তাহার মস্তক অবনত হইল। তখন বুদ্ধ জয়ধবল আর্য্যপটের সম্মুখে দাড়াইয়া কহিলেন, “মহারাজাধিরাজের জয় হউক, আমি আর্য্য সমুদ্রগুপ্তের পার্শ্বচর, ভরসা করি সম্রাটু আমাকে বিস্কৃত হন নাই ?” সম্রাটের মস্তক অধিকতর অবনত হুইল। জয়ধবল পুনরায় কহিলেন, “মহারাজাধিরাজ, ধবলবংশ আবহমানকাল গুপ্তবংশের “ང་ཡི་ * * こ ●
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।