○o と করুণ। সেবা করিয়া আসিয়াছে, দেহের শোণিত দিয়া সমুদ্র গুপ্ত, চন্দ্রগুপ্ত ও কুমারগুপ্তের সেবা করিয়াছে, তাই কি তাঙ্গার পুরস্কার ?" আবেগ রুদ্ধকণ্ঠে বুদ্ধ সমষ্টি বলিয়া উঠিলন, “ক্ষম কর জয়ধবল, ক্ষম করবালিকার চপল তা ” বুদ্ধ গজ্জন করিয়া উঠিলেন এবং কহিলেন, “কুমার গুপ্ত, কল্য বুদ্ধ জয়ধবল নয়নপুস্তলা একমাত্র ঠিতাকে শমনক্রোড়ে অর্পণ করিয়াছে ; সে ছুরিক তাহার কোমল অঙ্গের ধমনী গুলি ছেদন করিয়াছিল তাঙ্গ স্বহস্তে অর্পণ করিয়াছে, মৃত্যুশয্যায় শিয়রে দাড়াইস কন্যা জামাতার মুখে মৃত্যুর মালিমচ্ছায়া অগ্রসর হইতে দেখিয়াছে, ক্ষম। তাহার পক্ষে অসম্ভব, বহুদূর ” বুদ্ধ সমাট উভয়হস্তে বদনরত করলেন । বৃদ্ধ পুনরায় বলিতে আরম্ভ করিলেন, “তুমি চন্দ্র গুপ্ত ও ধ্রুবস্থামিনার পুত্র, সমুদ্রগুপ্তের পোল, চতুঃসমুদ্র পন্যস্ত বিস্তৃত সাম্রাজ্যের একমাত্র অধীশ্বর, বিচার কর । যাহারা চন্দ্র গুপ্ত ও সমুদ্র গুপ্তের পাশ্বচরকুপে মাগধ সাম্রাজ্য শোণ তার হইতে বক্ষুতার পর্য্যন্ত বিস্তুত করিয়াছিল তাঙ্গর সাম্রাজ্যের ধৰ্ম্মাণিকরণে উপস্থিত হইয়া বিচার প্রার্থনা করে।” সহসা তোরণে পদ শব্দ শ্রুত হইল, মঙ্গনায়কগণ পথ পরিত্যাগ করিয়ু পাশ্বে দাড়াইলেন । আগন্তুককে দেখিয়া জয়ধপুল বলিয়া উঠিলেন, “স্বাগত দামোদর, শুভমুহূৰ্ত্তে উপস্থিত হইয়াছ, ধরবংশ নিৰ্ম্মল, ধবলবংশ বিচারপ্রার্থী, অষ্ঠ সাম্রাজ্যের ধৰ্ম্মাধিকরণে তোমার স্যায় সাক্ষী আবশ্যক।” উত্তর মা দিয়া মহামন্ত্রী আর্য্যপট্টের পাশ্বের বেদীতে আরোহণ করিলেন এবং আশীৰ্ব্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন । কিয়ংক্ষণ পরে সম্রাট্র মস্তকেমত্তোলন করিলেন না দেখিয়া বৃদ্ধ সচিব কহিলেন, “পুত্র, বিচার হউক সভার কার্য্যে বিলম্ব হইতেছে। সাম্রাজ্যের প্রধান নায়কগণ, আর্য্যপট্রের সম্মুখে দণ্ডায়মান, অপরাধীর বিচার হউক । মহারাজাধিরাজ • মহানায়ক চন্দ্রধরের পুল্ল, মহানায়ক গুল্মাধিকৃত দেবধর পাটলিপুত্রের প্রকাশু রাজপথে গণিকা মদনিকাকে অপমান করিয়াছিল,
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।