○ > え করুণ। সমূহ উজ্জল আলোকে রক্তবর্ণ চহয়া উঠিল, তথাপি নাগরিকগণের চৈতন্ত হইল না। সেই রাত্রিতে তৃতীয় প্রহরে একজন দণ্ডধর আসিয়া যুবরাজকে জাগরি ৩ করিল এবং কঠিল, “দেব, তুর্গদ্বারে বহু অশ্বারোহী হইয়াছে।” সুপ্তোখিত সুহরাঞ্জ জি জ্ঞাসা করিলেন, “তাহারা কি টুর্গ আক্রমণ করিবার উদ্যোগ করিতেছে ?” দণ্ডধর কঠিল, “না।” “তকে তাহারা কি করিতেছে ?” “শ্রেণীবদ্ধ হইয়। যমুনাতীরে দাড়াইয়া রহিয়াছে।” যুবরাজ শীঘ্ৰ বৰ্ম্ম গ্রহণ করিয়া তৃগপ্রাকারে আসিলেন, তখন বন্ধুবন্ম তাহার জন্য অপেক্ষা করিতেছেন, ইহা দেখিয়া দুবরাজ জিজ্ঞাসা করিলেন, “বন্ধু, ইহারা কি কুণ-সেন ?” মলিবরাজ কঠিলেন, “না।” “তবে ইহার কাহার সেনা ?” “সাম্রাজ্যের সেনা ” “কেমন করিয়ু বুঝিলে ?”,”অন্য কোন সেন এতক্ষণ স্থির হইয়া দাড়াইয়া থাকিত না” “হুণ-সেন। কি সুশিক্ষিত নহে ?” “তাশদিগের শিক্ষ। অন্যরূপ, বিজয়ী হ্ৰণ সেন এখনও আত্মগোপন করতে শিখে নাই ।” SBBB BBS SBBBB BBSBBSS BBB BB BBBS B কেন ?” “তাহাত বুঝিতে পারিতেছি না।” “চল, আমরা বাহিরে যাই ?” “তাহাও উচিত হইবে না, সেনানায়ক কোন বিশেষ উদ্দেশ্যে দুর্গের নিকট লুকাইয়া আছে, চতুর্থ প্রহরে দুর্গদ্বার মুক্ত হইলে তাহার উদ্দেশ্য ব্যর্থ হইয়। যাইবে।” “অপেক্ষা করিতে চা ও ?” “ক্ষতি কি ? শক্ৰ হউক, মিত্র হউক যখন দুর্গ-প্রবেশের চেষ্টা করে নাই তখন উহাদিগকে ব্যস্ত করিয়া কাজ নাই।” “তাহাই হউক, কিন্তু আমাদিগের আর নিশ্চেষ্ট থাকা উচিত নয়। নিঃশব্দে সমস্ত সেন প্রস্তুত হইতে আদেশ কর।” বন্ধুবৰ্ম্ম অভিবাদন করিয়া প্রস্থান করিলেন, কিন্তু যুবরাজ দুর্গ-প্রাকারে দাড়াইয়া রহিলেন । পঞ্চসংস্র সেনা দুর্গ রক্ষার জন্ত সজ্জিত হইয়া প্রাকারে দাড়াইল, দেখিতে দেখিতে রাত্রি শেষ হইয়া গেল। উষার ক্ষীণ আলোকে বিস্ময়স্তিমিতনেত্রে স্কন্দগুপ্ত দেখিল্লেন যে, যমুনা-তীরে প্রায়ু
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।