দ্বিতীয় পরিচ্ছেদ も> う পঞ্চসহস্ৰ বৰ্ম্মাবৃত অশ্বারোঠী শ্রেণীবদ্ধ হইয়া দাড়াইয়া আছে। তাষ্ঠী দিগের সম্মুখে একজন দীর্ঘাকার যোদ্ধা আর একটি অশ্বের বল্প ধারণ করিয়া আছে, দ্বিতীয় অশ্বের আসন শূন্য কি স্তু তাহার উপরে একটি ক্ষুদ সুবৰ্ণনিৰ্ম্মিত গরুড়ধ্বজ স্থাপিত আছে। গরুড়ধ্বজ দেখিয় যুবরাজ উল্লাসে চীৎকার করিতে যাইতেছিলেন কিন্তু বন্ধবৰ্ম্ম! তাতাকে নিবারণ করিলেন । সূর্য উদয় হইল, নদী তীরে অসংখ্য অঙ্গরক্ষ ও শিরঙ্গাণ নবেদিত স্যা কিরণে জলিয়া উঠিল । তখন যমুনার পরপারে বহু অশ্বপদশব্দ শীত হইল, এই সময়ে একজন অশ্বারোগী দ্রুতবেগে আসিয়া দুর্গের সম্মুখে অশ্ব BBBBB BBBB BBB BBBBBBBBBB BB BBBBBB BBBS BBBS BB গরুড়ধ্বজ গ্রহণ করিল। সহসা যুবরাজের পাশ্বে বন্ধুবৰ্ম্ম বলিয়া উঠিলেন, “মহারাজাধিরাজের জয় ইউক, মহারাজ-পুত্রের জয় হউক ।” আগস্তক বিস্মিত হইয়া দুর্গ-প্রাকারের দিকে চাহিল, তাত দেখিয়া যুবরাজ জিজ্ঞাসা করিলেন, “বন্ধু, এ কি পিতৃব্য ?” বন্ধুবৰ্ম্মা ঈষৎ হাস্ত করিয়া কছিলেন, “ই স্কন, তুমি কি মঙ্গরাজ-পুত্রকে চিনিতে পার নাই ?” “না, চল নামিয়া যাই ।” “একাকী গিয়া কি হইবে ? ঐ দেখ পরপারে হ্ৰণ-সেন। আসিয়াছে।” সহস্র সেন তুর্গমধ্যে রাখিয়া অবশিষ্ট চারি সহস্ত্রের সঠিত যুবরাজ ও বন্ধুবৰ্ম্মা নদীতীরে আসিলেন । যুবরাজকে দেখিয়া অভ্যস্ত বিস্মিত ইয়। গোবিন্দ গুপ্ত জিজ্ঞাসা করিলেন, “পুত্র, তুমি মথুরায়, আমি তোমার ভরসায় মুষ্টিমেয় সেনা লইয়া খিস্থিলকে বাধা দিবার চেষ্টা করিতেছি । পাটলিপুত্রের সংবাদ কি ?” বিষঃ-বদনে যুবরাজ কঠিলেন, “সংবাদ শুভ, দেবধর কুলগৌরব রক্ষার্থ আত্মবলি দিয়াছে, পিতা পাটলিপুত্র ত্যাগ করিয়াছে, বিমাতা ও পুরগুপ্ত, মহোদয়ে, পিতামহকে পাটলিপুত্রে রাখিয় আপনার আদেশ অনুসারে চলিয়া আসিয়াছি । হর্ষ ও চক্রপালিত কান্ত । কুজে গিয়াছে, তমুদত্ত, স্থায়দত্ত প্রতিষ্ঠান হইতে শীঘ্রই অসিবে,
পাতা:করুণা - রাখালদাস বন্দ্যোপাধ্যায়.djvu/৩১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।